Hello!
আমার সুপ্রিয় পাঠক, বন্ধু এবং ছাত্রছাত্রী,
আজকে আমি তোমাদের জন্য বাংলা ছোটো কবিতা থেকে একটি কবিতা নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম।
Bengali short poems | বাংলা ছোটো কবিতা
টোকাই
দুলাল চন্দ্র দাস
কেউ জানে না কোথায় বাড়ি
কোন রাস্তার কোন মোড়ে,
পেটের জ্বালায় বেড়িয়ে পরেছে
কোন সকালে শীতের ভোরে।
ক্ষিদের জ্বালায় ঘুম আসেনা
রাত জেগে যে রই,
পেটের জ্বালায় বতোল কুড়াই
দৈনিক নাহি তা পাই।
অভাব দিয়ো জীবন মাঝে
দুঃখ দিয়ো মোর,
অপবাদটা দিয়োনা ঠাকুর
সুখ চাই না আর।
ঠাকুর আমি মহা সুখী
মন তোমার চরণ তলে,
তোমার চরণ চাই ধোয়াতে
আমার দূই নয়নের জলে।
টোকাই কাজ করি আমি
দুঃখ কিছুই নাই,
হাজার কষ্টের মাঝে থেকেও
তোমার চরণ যেনো পাই।
পেটের জ্বালা ভীষণ জ্বালা
দিন রাত যে নাই,
তাইতো আমি ক্লান্তোকে
দিয়েছি জীবন থেকে বিদায়।
সমাপ্ত
0 Comments