Hello!
আমার সুপ্রিয় পাঠক, বন্ধু এবং ছাত্রছাত্রী,
আজকে আমি তোমাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা - পুরানো সেই দিনের কথা - এই রবীন্দ্র সংগীত নিয়ে উপস্থিত হয়েছি । আশা করি তোমাদের ভালো লাগবে। তাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম।
Bengali Rabindra Sangeet | বাংলা রবীন্দ্র সংগীত
পুরানো সেই দিনের কথা - Purano sai diner katha
পুরানো সেই দিনের কথা
রবীন্দ্রনাথ ঠাকুর
পুরানো সেই দিনের কথা
ভুলবি কিরে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়
আয় আর একটি বার
আয়রে সখা প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়
মোরা ভোরের বেলা
ফুল তুলেছি দুলেছি দোলায়.
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়
মোরা ভোরের বেলা
ফুল তুলেছি দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়
হায় মাঝে হল ছাড়াছাড়ি গেলেম কে কোথায়
আবার দেখা যদি হল সখা প্রাণের মাঝে আয়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কিরে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়
আয় আর একটি বার
আয়রে সখা প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়
সমাপ্ত
0 Comments