Hello!
আমার সুপ্রিয় পাঠক, বন্ধু এবং ছাত্রছাত্রী,
আজকে আমি তোমাদের জন্য বাংলা ছোটো কবিতা থেকে একটি কবিতা নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম এবং এই কবিতা আপনি কপি বটনে গিয়ে কপি করে শেয়ার করতে পারবে বা শেয়ার বটনে গিয়েও শেয়ার করতে পারবে, কবিতাটি তোমাদের ভালো লাগবে এই আশা রেখে এবং আর সময় নষ্ট না করে আজকের এই শেয়ার করা কবিতাটি পরে দেখো।
Bengali short poems | বাংলা ছোটো কবিতা
শান্তির সন্ধানে
- বিনিময় দাস
মস্তক যদি একটু নীচু করা হয়,
অভিমান এক নিমেষে যাবে সরে ।
নয়ন যদি আবেগে সিক্ত করা হয়,
প্ৰস্তর হৃদয় গলে যাবে প্ৰাণ ভরে ।
জিহ্বাকে বিশ্ৰাম দিলে কলহ যাবে উড়ে,
ইচ্ছাকে হ্রাস করলে খুশি আসবে সংসারে ।
সমাপ্ত
- ধন্যবাদ
Bengali Short Kobita
Shantir Shandhane | শান্তির সন্ধানে
0 Comments