Breaking

General Knowledge Questions

Hello! আমার সুপ্রিয় পাঠক, বন্ধু এবং ছাত্রছাত্রী

       আজকে আমি ছোটো কচিকাঁচা ছাত্রছাত্রীদের জন্য দেশ বিদেশের জানা অজানা কিছু প্রশ্ন যা সবচেয়ে সহজ কিন্তু দরকারী GK তথা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে তাই এটি আজ তোমাদের সকলের সাথে শেয়ার করলাম তাই আর সময় নষ্ট না করে আজকের এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো পড়ে দেখো

 


-: General Knowledge Questions :-

সাধারণ জ্ঞানের প্রশ্ন

Kids GK

 

1. বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি?  

উত্তর:- আটলান্টিক মহাসাগর

 

2. বিশ্বের সর্বোচ্চ পর্বত কোনটি?  

উত্তর:- মাউন্ট এভারেস্ট

 

3. বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি?           

উত্তর:- রাশিয়া

 

4. বিশ্বের সবচেয়ে বড় মানববাহিনী কোনটি?            

উত্তর:- চীন লাইবারেশন আর্মি (পিএলএ)

 

5. পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী কোনটি?        

উত্তর:- আমাজন নদী

 

6. সৌরমণ্ডলে মোট কতগুলি গ্রহ আছে?       

উত্তর:- টি যথা : বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউনেরাস নেপচুন এছাড়াও প্লুটো নামের একটি বামন গ্রহ আছে

 

7. বিশ্বের সর্বোচ্চ পার্বতীয় স্থল কোনটি?      

উত্তর:- হিমালয়

 

8. বিশ্বের সবচেয়ে বড় বন কোনটি?            

উত্তর:- আমাজন বন

 

9. ভারতের জাতীয় ফুলের নাম কি ?

উত্তর:- পদ্ম

 

10. ভারতের জাতীয় ফল কি?

উত্তর:- আম

 

11. ভারতের জাতীয় গাছ নাম কি?

উত্তর:- বটগাছ

 

12. বাংলাদেশের জাতীয় ফুল কোনটি?         

উত্তর:- শাপলা

 

13. বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর কোনটি?           

উত্তর:- হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দর, আটলান্টা, মার্কিন যুক্তরাষ্ট্র

 

14. বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি?     

উত্তর:- থ্রিয়া ড্যাম, চীন

 

15. বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?         

উত্তর:- গ্রীনল্যান্ড

 

17. বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশ কোনটি?    

উত্তর:- রাশিয়া

 

18. বিশ্বের সবচেয়ে বড় ধাতু খনিজ কোনটি?             

উত্তর:- আয়রন

 

19. বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহিনী কোনটি?        

উত্তর:- ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স

 

20. বিশ্বের সবচেয়ে বড় ধর্ম কোনটি?         

উত্তর:- ইসলাম

 

21. বিশ্বের সবচেয়ে বড় বৃষ্টিপাতিত শহর কোনটি?   

উত্তর:- মাওমিং, চীন

 

22. বিশ্বের সবচেয়ে বড় বিমান কোনটি?    

উত্তর:- এমিরেটস এয়ারওয়েজ

 

23. বিশ্বের সবচেয়ে বড় হকি দল কোনটি?  

উত্তর:- আর্জেন্টিনা

 

24. বিশ্বের সবচেয়ে বড় কৃষি প্রদৌয় দেশ কোনটি?

উত্তর:- চীন

 

25. বিশ্বের সবচেয়ে বড় প্রবাহমান নদী কোনটি?       

উত্তর:- আমাজন

 

26. বিশ্বের সবচেয়ে বড় লেক কোনটি?       

উত্তর:- সুপিরিয়র

 

27. বিশ্বের সবচেয়ে বড় বাইবেল সোসাইটি কোনটি?

উত্তর:- যিহোভা বাইবেল সোসাইটি

 

28. আমাদের রাজ্যের নাম কী?

উত্তর:- পশ্চিমবাংলা

 

29. আমাদের দেশের বর্তমান প্রধান মন্ত্রীর নাম কী?

উত্তর:- নরেন্দ্র দামোদর দাস মোদী

 

30. স্বাধীন ভারতের প্রথম প্রধান মন্ত্রীর নাম কী?

উত্তর:- জওহরলাল নেহরু

 

31. ভারতের প্রথম নাগরিক কে?

উত্তর:- ভারত রাষ্ট্রপতি

 

32. ভারতের জাতীয় পাখির নাম কী?

উত্তর:- ময়ূর

 

33. ভারতের জাতীয় পশুর নাম কী?

উত্তর:- বাঘ

 

34. সব থেকে বড় পাখির নাম কী?

উত্তর:- উটপাখি

 

35. সব থেকে ছোট পাখির নাম কী?

উত্তর:- বি হামিংবার্ড

 

36. কোন পাখিকে দর্জি পাখি বলা হয়?

উত্তর:- টুনটুনি পাখি

 

37. কোন পাখিকে পুলিশ পাখি বলে?

উত্তর:- দোয়েল পাখি

 

38. নিশাচর পাখি কাকে বলা হয়?

উত্তর:- প্যাঁচা

 

39. ভারতের প্রধান খাদ্য কী?

উত্তর:- মাছ আর ভাত

 

 

40. এক সপ্তাহে কতদিন হয়?

উত্তর:- সাত দিন

 

41. এক দিনে কত ঘণ্টা হয়?

উত্তর:- ২৪ ঘণ্টা

 

42. এক বছরে কত দিন হয়?

উত্তর:- ৩৬৫ দিন

 

43. এক ঘণ্টায় কত মিনিট হয়?

উত্তর:- ৬০ মিনিট

 

44. এক মিনিটে কত সেকেন্ড হয়?

উত্তর:- 60 সেকেন্ড

 

45. এক মাস কত সপ্তায় হয়?

উত্তর:- সপ্তায়

 

46. এক বছর সমান কত সপ্তাহ?

উত্তর:- ৫২ সপ্তাহ

 

47. কত মাসে এক বছর?

উত্তর:- ১২ মাসে

 

48. আমরা কোন গ্রহে বাস করি?

উত্তর:- পৃথিবী

 

49. সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ কোনটি?

উত্তর:- বৃহস্পতি

 

50. সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ কোনটি

উত্তর:- বুধ

 

51. পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী?

উত্তর:- চাঁদ

 

52. বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কী?

উত্তর:- সাহারা মরুভূমি

 

53. মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত?

উত্তর:- নেপাল

 

54. কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়?

উত্তর:- জাপান

 

55. ভারতের গোলাপী শহর কোন শহরকে বলা হয়?

উত্তর:- জয়পুর

 

56. ভারতের বৃহত্তম নদীর নাম কী?

উত্তর:- গঙ্গা

 

57. মানুষের রক্ত চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?

উত্তর:- স্ফিগমোম্যানোমিটার

 

58. মানুষের শরীরের উষ্ণতা মাপার যন্ত্রের নাম কী?

উত্তর:- থার্মোমিটার

 

59. হৃৎ যন্ত্রের গতি বিধি মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?

উত্তর:- স্টেথোস্কোপ

 

60. ইংরাজি বর্ণমালায় কয়টি বর্ণমালা আছে?

উত্তর:- ২৬ টি

 

61. ইংরাজি বর্ণমালায় কয়টি স্বরবর্ণ আছে?

উত্তর:- ৫টি (A,E,I,O,U)

 

62. ইংরাজি বর্ণমালায় কয়টি ব্যঞ্জনবর্ণ আছে?

উত্তর:- ২১ টি

 

63. ভারতের জাতীয় সঙ্গীত কী?

উত্তর:- জনগণমন-অধিনায়ক জয় হে

 

64. ভারতের জাতীয় ফুলের নাম বলো?

উত্তর:- পদ্ম ফুল

 

65. ভারতের জাতীয় ফলের নাম কী?

উত্তর:- আম

 

66. ভারতের জাতীয় খেলার নাম কী?

উত্তর:- হকি

 

67. ভারতের জাতীয় গাছের নাম কী?

উত্তর:- বট গাছ

 

 

68. ভারতের রাজধানী কী?

উত্তর:- নতুন দিল্লী

 

69. ভারতের জাতীয় সাপ কোনটি?

উত্তর:- কিং কোবরা

 

70. পৃথিবীতে মোট কয়টি মহাদেশ আছে?

উত্তর:- সাতটি

 

71. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

উত্তর:- এশিয়া মহাদেশ

 

72. রামধনু-তে কয়টি রং থাকে?

উত্তর:- সাতটি

 

73. বছরের সব থেকে ছোটো মাস কোনটি?

উত্তর:- ফেব্রুয়ারি (২৮ দিন)

 

74. কোন রং শান্তির প্রতীক?

উত্তর:- সাদা

 

75. সব থেকে বড় পাখির নাম কী?

উত্তর:- উটপাখি

 

76. মানুষের রক্ত চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?

উত্তর:- স্ফিগমোম্যানোমিটার

 

77. কোন রং আলো শোষণ করতে পারে?

উত্তর:- কালো

 

78. কোন রং আলোর প্রতিফলন ঘটায়?

উত্তর:- সাদা

 

79. সূর্য কোন দিকে ওঠে?

উত্তর:- পূর্ব আকাশে

 

80. সূর্য কোন দিকে অস্ত যায়?

উত্তর:- পশ্চিমে আকাশে

 

81. একটি ত্রিভূজের কয়টি বহু কোন থাকে?

উত্তর:- টি করে

 

82. একটি চতুর ভূজের কয়টি বহু কোন থাকে?

উত্তর:- টি করে

 

83. চাঁদে পদচারণকারি প্রথম ব্যক্তি কে ছিলেন?

উত্তর:- নীল আর্মস্ট্রং

 

84. চাঁদে পদচরণকারি প্রথম মহিলা কে ছিলেন?

উত্তর:- ভ্যালেন্তিনা তেরেসকোভা

 

85. প্রথম ভারতীয় চাঁদে পদচারণকারী ব্যাক্তির নাম কী?

উত্তর:- রাকেশ সর্মা

 

86. বিশ্বের সবচেয়ে বৃহত্তম জঙ্গলের নাম কী?

উত্তর:- আমাজন রেন ফরেস্ট

 

87. কোন উৎসবকে রঙের উৎসব বলা হয়

উত্তর:- হোলি বা দোল উৎসব কে রঙের উৎসব বলা হয়

 

88. বাচ্চা ব্যাঙ নামে পরিচিত?

উত্তর:- ট্যাডপোল

 

89. রংধনু কয়টি রং নিয়ে গঠিত?

উত্তর:- 7টি রং

 

90. এক বছরে কত দিন থাকে?

উত্তর:- 365 দিন (একটি অধিবর্ষ নয়)

 

91. এক ঘন্টায় কত মিনিট থাকে?

উত্তর:- 60 মিনিট

 

92. এক মিনিটে কত সেকেন্ড থাকে?

উত্তর:- 60 সেকেন্ড

 

93. কত সেকেন্ড এক ঘন্টা করে?

উত্তর:- 3600 সেকেন্ড

 

94. ইংরেজি বর্ণমালায় কয়টি ব্যঞ্জনবর্ণ আছে?

উত্তর:- 21 ব্যঞ্জনবর্ণ

 

95. কোন প্রাণীকে 'মরুভূমির জাহাজ' বলা হয়?

উত্তর:- উট

 

 

96. এক সপ্তাহে কত দিন থাকে?

উত্তর:- 7 দিন

 

97. ​​একদিনে কত ঘন্টা থাকে?

উত্তর:- 24 ঘন্টা

 

98. ইংরেজি বর্ণমালায় কয়টি অক্ষর আছে?

উত্তর:- 26টি অক্ষর

 

99. ইংরেজি বর্ণমালায় কয়টি স্বরবর্ণ আছে এবং কী কী?

উত্তর:- ৫টি স্বরবর্ণ যথা a, e, i, o এবং u

 

100. কোন প্রাণীকে জঙ্গলের রাজা বলা হয়?

উত্তর:- সিংহকে

 

101. ভারতের জাতীয় পাখির নাম কী?

উত্তর:- ভারতীয় ময়ূর

 

102. ভারতের জাতীয় প্রাণীর নাম কী?

উত্তর:- বাঘ (রয়েল বেঙ্গল টাইগার)

 

103. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন?

উত্তর:- পতাকার নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া

 

104. ক্ষুদ্রতম মহাদেশের নাম কী?

উত্তর:- অস্ট্রেলিয়া

 

105. পৃথিবীর শক্তির প্রধান উৎস কোনটি?

উত্তর:- Sun

 

 

 

106. কোন উৎসব আলোর উৎসব নামে পরিচিত?

উত্তর:- দিওয়ালি

 

107. ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?

উত্তর:- ইন্দিরা গান্ধী

 

108. ভারতের প্রথম নাগরিক কে?

উত্তর:- ভারতের রাষ্ট্রপতি

 

109. ভারতে কয়টি রাজ্য রয়েছে?

উত্তর:- ২৮টি রাজ্য

 

110. ভারতে কতটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে?

উত্তর:- টি কেন্দ্রশাসিত অঞ্চল

 

111. বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা হয়?

উত্তর:- বৈদ্যুতিক বাল্বে নাইট্রোজেন গ্যাস ভরা হয়

 

112. চাঁদে হেঁটে যাওয়া প্রথম মানুষের নাম কী?

উত্তর:- নিল আর্মস্ট্রং

 

113. বিশ্বের মহাসাগরের নামগুলি কি কি?

উত্তর:- আটলান্টিক, প্রশান্ত মহাসাগর, ভারতীয়, আর্কটিক এবং দক্ষিণ (অ্যান্টার্কটিক) মহাসাগর

 

114. সূর্যের শক্তির কারণ কী?

উত্তর:- হাইড্রোজেন এবং হিলিয়ামের ফিউশন

 

115. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?

উত্তর:-  বুধ

 

116. সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় নেয়?

উত্তর:- 8 মিনিট 20 সেকেন্ড

 

117. পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি?

উত্তর:- শুক্র

 

118. পৃথিবী থেকে সবচেয়ে দূরের গ্রহ কোনটি?

উত্তর:- নেপচুন

 

119. মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি?

উত্তর:- ফিমার (উরুর হাড়)

 

120. ভূমিতে দ্রুততম প্রাণী কোনটি?

উত্তর:- চিতা

 

121. মেডিসিনের জনক কে?

উত্তর:- আচার্য চরক

 

122. পৃথিবীতে পাওয়া কঠিনতম পদার্থের নাম বল

উত্তর:- হীরা

 

123. বিশ্বের বৃহত্তম মহাসাগরের নাম বল

উত্তর:- প্রশান্ত মহাসাগর

 

124. মাইক্রোসফটের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

উত্তর:- বিল গেটস এবং পল জি অ্যালেন

 

125. বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা হয়?

উত্তর:- বৈদ্যুতিক বাল্বে নাইট্রোজেন গ্যাস ভরা হয়

 

126. আমাদের জাতির পিতা কে?

উত্তর:- মহাত্মা গান্ধী

 

127. কে প্রথম এক্স-রে আবিষ্কার করেন?

উত্তর:- উইলহেম রোন্টজেন

 

128. পৃথিবীর একটি প্রাকৃতিক উপগ্রহের নাম বল

উত্তর:- চাঁদ

 

129. মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলার নাম বল

উত্তর:- বেসবল

 

130. ঘড়ি আবিষ্কার করেন কে?

উত্তর:- পিটার হেনলেইন

 

131. বিশ্বের বৃহত্তম 'গণতন্ত্র'-রাষ্ট্রের নাম কি?

উত্তর:- ভারত

 

132. মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি?

উত্তর:-  স্টেপস (কানের হাড়)

 

133. উদীয়মান সূর্যের দেশ হিসাবে পরিচিত  কোনটি?

উত্তর:- জাপান

 

134. বিদ্যুৎ কে আবিস্কার করেন?

উত্তর:- বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

 

135. কোন মহাদেশটি 'অন্ধকার' মহাদেশ নামে পরিচিত?

উত্তর:- আফ্রিকা

 

136. লাল গ্রহ নামে পরিচিত গ্রহের নাম বল

উত্তর:- মঙ্গল

 

137. "মালগুড়ি দিবস" কে লিখেছেন?

উত্তর:- আর কে নারায়ণ

 

138. বেলুনে ভরা গ্যাসের নাম বল

উত্তর:- হিলিয়াম

 

139. কোন দুটি নদী দেবপ্রয়াগে মিলিত হয়ে গঙ্গা নদী তৈরি করেছে?

উত্তর:- অলকানন্দা ভাগীরথী নদী

 

140. "গ্যারান্টি সিস্টেম" কোন সালে শুরু হয়?

উত্তর:- 1849 সালে, ভারতে রেল নেটওয়ার্ক উন্নয়নের জন্য "গ্যারান্টি সিস্টেম" শুরু হয়েছিল

 

 

 

-: সমাপ্ত :-

Post a Comment

0 Comments