Hello!
আমার সুপ্রিয় পাঠক, বন্ধু এবং ছাত্রছাত্রী,
আজকে আমি তোমাদের জন্য বাংলা ছোটো কবিতা থেকে একটি কবিতা নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম।
Bengali short poems | বাংলা ছোটো কবিতা
Aami Balachhi Na - Nirmalendu guna
আমি বলছি না
নির্মলেন্দু গুণ
আমি বলছি না ভালবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভিতর থেকে দরোজা খুলে দেবার জন্য
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।
আমি বলছি না ভালবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক। আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী-সেবার দায় থেকে।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক;
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি।
সমাপ্ত
Aami Balachhi Na - Nirmalendu guna | আমি বলছি না - নির্মলেন্দু গুণ
0 Comments