Breaking

Tense 2 - 1

 

Hello! সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা! কেমন আছো ? আশা করি ভালো আছো তোমরা আগের পেজে জানতে পারলে Tense কি এবং ধরে নিচ্ছি যে Tense কাকে বলে তাও তোমরা এতক্ষণে বুঝে গেছো এবার আসো Tense এর প্রকারভেদ সম্পর্কে জেনে নেওয়া যাক

 

Types of Tense :-

*এখন আমরা দেখে নেব Types of Tense অর্থাৎ Tense কত প্রকার কি কি ?

 

Tense কত প্রকার কি কি ? -

Tense(কাল) প্রধানত (বা মূলত) তিন প্রকার যথাঃ-

1) Present Tense (বর্তমান কাল)

2) Past Tense (অতীত কাল)

3) Future Tense (ভবিষ্যৎ কাল)

 

Example (যেমনঃ) :-

১। আমি স্কুলে যাই।(ই)(বর্তমান কাল)। I go to school.(Present Tense).

২। আমরা স্কুলে গিয়েছিলাম।(ছিলাম)(অতীত কাল)। We went to school.(Past Tense).

৩। আমি স্কুলে যাবো।(বো)(ভবিষ্যৎ কাল)। I will go to school.(Future Tense).

                                                                                          

এখানে উপরের বাক্য গুলো(Sentences)তে যথাক্রমে বর্তমান, অতীত ভবিষ্যৎ কালের কাজের কথা নির্দেশ করা হয়েছে এবার জেনে নিবে উপরের ওই তিনটি Tense-এর সংজ্ঞা উদাহরণ

 

প্রশ্নঃ Present tense কাকে বলে ?

উত্তরঃ যে verb বা ক্রিয়ার কাজ বর্তমান সময়ে সম্পন্ন হয়, তার কালকে Present tense বা বর্তমান কাল বলে

যেমনঃ I go to school. (আমি স্কুলে যাই)

 

প্রশ্নঃ Past tense কাকে বলে ?

উত্তরঃ যে verb বা ক্রিয়ার কাজ অতীত সময়ে সম্পন্ন হয়েছিল, তার কালকে Past tense বা অতীত কাল বলে

যেমনঃ I went to school. (আমি স্কুলে গিয়েছিলাম)

 

প্রশ্নঃ Future tense কাকে বলে ?

উত্তরঃ যে verb বা ক্রিয়ার কাজ ভবিষ্যৎ সময়ে সম্পন্ন হবে, তার কালকে Future tense বা ভবিষ্যৎ কাল বলে

যেমনঃ I will go to school. (আমি স্কুলে যাবো)

 

উপরের প্রত্যেকটি Tense কে আবার চার ভাগে ভাগ করা যায়।যথাঃ

[A] Indefinite Tense (অনির্দিষ্ট কাল)

[B] Continuous or Progressive Tense (চলতি অবস্থা)

[C] Perfect Tense (সম্পন্ন বা শেষ অবস্থা)

[D] Perfect Continuous Tense (পূর্ব থেকে আরম্ভ হয়ে চলতে থাকা)

 

উপরের সকল Tense -এর প্রকারভেদ ::-

1) Present Tense :-

(a) Present Indefinite Tense or Simple Present Tense.

     (b) Present Continuous or Progressive Tense.

     (c) Present Perfect Tense.

     (d) Present Perfect Continuous Tense.

 

2) Past Tense :-

(a) Past Indefinite Tense or Simple Past Tense.

     (b) Past Continuous or Progressive Tense.

     (c) Past Perfect Tense.

     (d) Past Perfect Continuous Tense.

 

3) Future Tense :-

(a) Future Indefinite Tense or Simple Future Tense.

     (b) Future Continuous or Progressive Tense.

     (c) Future Perfect Tense.

     (d) Future Perfect Continuous Tense.

 

আশা করি বুঝতে পেরেছো প্রধান Tense, 3 প্রকারের, আবার প্রত্যেকটা Tense-কে 4 ভাগে ভাগ করা যায় তাহলে আমরা বলতে পারি যে Tense মোট 12 প্রকার এই 12টি Tense এর গঠন সম্পর্কে আমরা পরের পেজগুলিতে ধাপে ধাপে আলোচনা করবো

Post a Comment

0 Comments