Breaking

Tense 1 - 1

 

Tense :-

Tense কাকে বলে? তা কত প্রকার কি কি ?

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা! তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের এই শিক্ষামূলক ওয়েবসাইট- Tense কাকে বলে এবং তা কত প্রকার কি কি ? - সে সম্বন্ধে আজকে আমরা খুঁটিনাটি তথ্য জানবো

 

*Tense: -

তোমরা সকলেই হয়তো জেনে থাকবে যে Tense ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি এটি শেখা ছাড়া ইংরেজিকে ভালোভাবে আয়ত্ত করা বা লেখা সম্ভব না সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্তই হলো Tense -কে জানা বা শেখা তাই আমরা Tense-কে ইংরেজি ভাষার প্রাণও বলতে পারি এবংতোমরা যদি একদম শুরু থেকে Tense শিখতে চাও তাহলে এই পেজটি এর সঙ্গে সম্পর্কযুক্ত Tense -এর অন্যান্য পেজগুলি সম্পূর্ণ পড়বে এখানে আমরা যেকোনো Tense চেনার সহজ  উপায় থেকে শুরু করে, Tense চেনার এবং বোঝার আরও অনেক তথ্যের খুঁটি-নাটি বিষয়ের বিস্তারিত আলোচনা করবো এছাড়াও 12টি Tense এর গঠন যেন মনে রাখতে পারো সে সম্পর্কেও অনেক নতুন নতুন তথ্য শর্টকাট দিবো তবে চলা যাক Tense -এর দিকে, তাই আর দেরি না করে আজকে আমরা ইংরেজি গ্রামারের এই গুরুত্বপূর্ণ বিষয় Tense সম্পর্কে কথা বলা যাক

 

Tense-এর উৎপত্তি কাকে বলে ?

তোমাদের মধ্যে অনেকেই Tense কি -এই প্রশ্নটির উত্তর সঠিকভাবে বলতে পারো না এটা খুবই বেসিক একটা প্রশ্ন তাই আসো প্রথমেই জেনে নেওয়া যাক Tense  শব্দের উৎপত্তি কিভাবে হয়েছে এবং Tense কাকে বলে

 

ল্যাটিন শব্দ Tempus থেকে Tense শব্দের উৎপত্তি হয়েছে Tempus শব্দের অর্থ সময় অতএব, Tense শব্দের অর্থ সময় বা কাল

 

TENSE (সময়/কাল)- সংজ্ঞা:-

কোনো কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে Verb বা ক্রিয়া বা কাজ সম্পাদনের সময়কে বা সম্পন্ন হওয়ার সময়কে বা কোনো ঘটনা ঘটার সময়কে ইংরেজিতে Tense বা কাল  বলে আরেকটু সহজ করে বললে, কোনো কাজ বা ক্রিয়া কখন সংঘটিত হয়, হয়েছে বা হবে তার সময়কে আমরা Tense বলি বা ক্রিয়ার কাল বলে থাকি ইংরেজি ব্যাকরণে, Tense বলতে কোন কাজ বা ঘটনা কখন ঘটছে বা ঘটেছিল বা ঘটবে তা বোঝানো হয় Tense হল ক্রিয়ার একটি রূপ যা কাজ বা ঘটনার সময়কে নির্দেশ করে

 

এক কথাই বলতে, কোনো কাজ বা ক্রিয়া কখন সংঘটিত হয়, হয়েছে বা হবে তা সম্পাদনের সময়কে Tense বা কাল বলে

 

Example (যেমনঃ) :-

1) I eat rice. (Present Tense). → আমি ভাত খাই (বর্তমান কাল)

2) I ate rice. (Past Tense). → আমি ভাত খেয়েছিলাম(অতীত কাল)

3) I will eat rice. (Future Tense). → আমি ভাত খাব (ভবিষ্যৎ কাল)

 

 

Tense -এর প্রকারভেদের জন্য এখানে Click করুন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Tense কাকে বলে? কত প্রকার কি কি? (সহজে শিখুন) 7 মিনিটে পড়ুন

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা! স্বাগত জানাচ্ছি বাংলাদি এর নতুন একটি শিক্ষামূলক ব্লগে Tense কাকে বলে কত প্রকার কি কি সে সম্বন্ধে আজকে আমরা খুঁটিনাটি তথ্য জানবো

 

 

Tense কাকে বলে?

তোমরা সকলেই হয়তো জেনে থাকবে যে Tense ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটি এটি শেখা ছাড়া ইংরেজি ভালোভাবে আয়ত্ত করা সম্ভব না তাই তুমি যদি একদম শুরু থেকে Tense নির্ণয় শিখতে চাও তাহলে এই ব্লগটি সম্পূর্ণ পড়বে এই ব্লগে আমরা যেকোনো tense চেনার সহজ উপায় থেকে শুরু করে আরও অনেক বিস্তারিত আলোচনা করবো এছাড়াও ১২টি tense এর গঠন যেন মনে রাখতে পারো সে সম্বন্ধেও সাজেশন শর্টকাট দিবো তো চলো আর কথা না বাড়িয়ে ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ টপিক Tense সম্পর্কে কথা বলি

 

Tense কাকে বলে?

তোমাদের মধ্যে অনেকেই এই প্রশ্নটির উত্তর সঠিকভাবে বলতে পারো না এটা খুবই বেসিক একটা প্রশ্ন তাই আসো প্রথমেই জেনে নিই Tense কাকে বলে ল্যাটিন শব্দ Tempus থেকে Tense শব্দের উৎপত্তি Tempus শব্দের অর্থ সময় অতএব, Tense শব্দের অর্থ সময় বা কাল সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো Tense. তাই Tense-কে ইংরেজি ভাষার প্রাণ বলতে পারি

 

 

TENSE (সময়/কাল) :-

কোন কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারেVerb বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে যেমন, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে বা কোনো ঘটনা ঘটার সময়কে ইংরেজিতে Tense বলে আরেকটু সহজ করে বললে, কোনো কাজ কখন সংঘটিত হয়, হয়েছে বা হবে তার সময়কে Tense বলে বা ক্রিয়ার কাল বলে ইংরেজি ব্যাকরণে, Tense বলতে কোন কাজ বা ঘটনা কখন ঘটছে বা ঘটেছিল বা ঘটবে তা বোঝানো হয় Tense হল ক্রিয়ার একটি রূপ যা কাজ বা ঘটনার সময়কে নির্দেশ করে

 

 

Example(যেমনঃ) :-

1. I eat rice (Present Tense). আমি ভাত খাই (বর্তমান কাল)

2. I ate rice (Past Tense). আমি ভাত খেয়েছিলাম(অতীত কাল)

3. I will eat rice (Future Tense). আমি ভাত খাব (ভবিষ্যৎ কাল)

Post a Comment

0 Comments