একাদ্বশ শ্রেণী, প্রথম অধ্যায় - নতুন সিলেবাস
- ২০২৪
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি :-
1. ইতিহাস শব্দটির অর্থ হল—
= মানব সভ্যতার বিবর্তনের কাহিনি
2. প্রথম ইতিহাসের সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেন—
= গ্রিকরা
3. “ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান—তার কিছুমাত্র বেশি বা কম নয়।”—উক্তিটি কার ?
= বিউরির
4. ‘কাকে বলে ইতিহাস' গ্রন্থটির রচয়িতা কে?
= ই এইচ কার
5. ইতিহাসের জনক বলা হয়—
= হেরোডোটাসকে
6. ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক হলেন—
= থুকিডিডিস
7. প্রাচীন সভ্যতার কাল নির্ণয়ের কাজে ব্যবহৃত রেডিয়ো কার্বন পদ্ধতিটি আবিষ্কৃত হয়—
= ১৯৪৯
খ্রিস্টাব্দে
৪. প্রাক্-ইতিহাসের সময়কাল হল—
= ২০০০০০০ - ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ
9. ফরাসি ভাষায় ‘প্রাক্-ইতিহাস' শব্দটি ১৮৩০ খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেন—
= পল তুর্নাল
10. ইংরেজিতে ‘প্রি-হিস্ট্রি' কথাটি প্রথম ব্যবহার করেন—
= ড্যানিয়েল উইলসন
11. প্রাগৈতিহাসিক যুগে মানুষ—
= লিপির
ব্যবহার জানত না
12. কুমোরের চাকা আবিষ্কৃত হয়েছিল—
= নব্য
প্রস্তর যুগে
13. ‘প্রাক্-ইতিহাস’ শব্দটির অর্থ কী?
= যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না
14. ডাইনোসর জাতীয় বৃহদাকার প্রাণীর আবির্ভাব ঘটেছিল—
= প্রাগৈতিহাসিক যুগে
15. প্রাক্-ইতিহাসের প্রথম ব্যাখ্যা দেন—
= জন লুবক
16. প্রাক্-ইতিহাস হল —
= প্রস্তর যুগ
17. ‘প্রাক্-ইতিহাস’ শব্দটিকে একটি ভ্রান্ত শব্দ বলে আখ্যায়িত করেছেন—
= এম সি বার্কিট
18. ‘প্রাক্-ইতিহাস’ বলতে ‘Anti-Historic' শব্দটি ব্যবহার করেন—
= পলটার নেল
19. প্রাক্-ঐতিহাসিক পর্বের কয়েকটি হাতিয়ার হল—
= পাথরের
তৈরি ছুরি, কুঠার ও
বর্শা
20. সৃষ্টির আদিলগ্নে মানুষ—
= পাথরের হাতিয়ার ব্যবহার করত
21. প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হল—
= জীবাশ্ম
22. প্রাগৈতিহাসিক যুগের পরের যুগ হল—
= প্রায় ইতিহাস যুগ
23. প্রায়-ইতিহাস শব্দটির অর্থ হল—
= প্রাক্-ইতিহাস ও ইতিহাসের
মধবর্তী সময়কাল
24. প্রকৃতপক্ষে হরপ্পা সভ্যতা হল—
= প্রায়-ইতিহাস যুগের সভ্যতা
25. ভারতে প্রায়-ইতিহাস যুগের সূচনা হয়েছে—
= ৫ হাজার বছর আগে
26. ভারতে প্রায়-ইতিহাস যুগের সূচনা হয়—
= পাথরের ব্যবহারের সময়কাল থেকে
27. “প্রায়-ইতিহাস আসলে ইতিহাসের এমন এক পর্ব, যেখানে ইতিহাসের অস্তিত্বের সবে অঙ্কুরোদ্গম হয়েছে”উক্তিটি হল—
= টিমোথি
টেলরের
28. দক্ষিণ ভারতে প্রস্তর যুগের পর আসে—
= লৌহ যুগ
29. প্রায়-ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন হল—
= হরপ্পা সভ্যতা
30. প্রায়-ইতিহাস পর্বে ভারতের ইতিহাস-
= চার ভাগে বিভক্ত
31. প্রায়
ইতিহাস যুগে কোন্ লিখিত
উপাদানের ব্যবহার প্রচলিত ছিল?
= লিপি
32. পৃথক ব্রোঞ্জ যুগের অস্তিত্ব ছিল—
= ইউরোপে
33. ইতিহাস যুগের একটি সভ্যতার নিদর্শন হল—
= সুমেরীয় সভ্যতা
34. ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন্ সময় থেকে?
= খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক
35. ‘Historia’ যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে, তা হল—
= গ্রিক
36. “ইতিহাস হল ঐতিহাসিক ও ঘটনার মধ্যে ভাব বিনিময়ের এক ধারাবাহিক পদ্ধতি”—উক্তিটি কার ?
= ই
এইচ কার
37. ঐতিহাসিক তথ্য বলতে বোঝায়—
= অতীতের নথিভুক্ত তথ্য
38. ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম আবিষ্কার করেন—
= এলউইন সাইমনস
39. এ পর্যন্ত সবচেয়ে পুরোনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে—
= আফ্রিকায়
40. কেনিয়ার ওন্ডুভাই গর্জ-এ পাওয়া প্রাচীনতম মানবদেহের নিদর্শনটির প্রাচীনত্ব হল—
= ৩৮ লক্ষ বছর
41. মায়া সভ্যতার নিদর্শন মিলেছে—
= আমেরিকায়
42. “ইতিহাস হল মানবসমাজের সার্বিক ঘটনাবলি”—এই মতবাদের প্রবক্তা হলেন—
= আর্নল্ড টয়েনবি
43. ইতিহাস হল অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন”—মন্তব্যটি করেছেন—
= ই এইচ কার
44. রেডিয়ো কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা হলেন—
= উইলার্ড ফ্রাঙ্ক লিবি
45. কার্বন-১৪ পদ্ধতির দ্বারা কাল নির্ণয় করা হয়—
= জৈব প্রত্নের
46. প্রত্নতাত্ত্বিক উপাদানকে ভাগ করা যায়—
= চারটি
ভাগে
47. সুপ্রাচীন গুহাচিত্রগুলির অধিকাংশ মিলেছে—
= পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম ইউরোপ এবং আফ্রিকায়
48. প্রাচীন মিশরের ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হল—
= পিরামিডের
অভ্যন্তরের বিভিন্ন সামগ্রী
49. ইতিহাস রচনার মূলভিত্তি হল—
= লিখিত
50. নীচের কোন্ সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন?
= মিশরীয় সভ্যতার মানুষ
51. বিশ্বের প্রাচীন শিলালিপিটির বয়স
= ৫ হাজার বছর
52. সবচেয়ে প্রাচীন শিলালিপিটি পাওয়া গেছে—
= ইরানের
বেহিস্তানে
53. হরপ্পার লেখমালা পাঠোদ্ধারের চেষ্টা করেছেন—
= ফাদার
হেরাস
54. অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন—
= জেমস প্রিন্সপ
55. প্রিন্সেপ ১৮৩৭ খ্রিস্টাব্দে কোন্ রাজার শিলালিপির পাঠোদ্ধার করেন?
= অশোক
56. ভারতবর্ষে যে লিপির প্রথম পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে, তা হল—
= ব্রাক্ষ্মী
লিপি
57. সিন্ধু উপত্যকায় লিপি ব্যবহৃত হয়েছে প্রায়
= ৪৫০০
বছর আগে
58. অ্যাজটেক সভ্যতার নিদর্শন মিলেছে
= মেক্সিকোয়
59. ইনকা সভ্যতার নিদর্শন মিলেছে—
= পেরুতে
60. প্রাচীন ভারতে প্রচলিত সময় সংক্রান্ত ধারণাটি হল—
= চক্রাকার কাল
61. ‘সোহগোর তাম্রলিপি' আবিষ্কৃত হয়েছে—
= ভারতে
62. হায়ারোগ্লিফিক প্রাচীন কোন্ দেশের লিপি ছিল ?
= মিশরের
62. হায়ারোগ্লিফিক প্রাচীন কোন্ দেশের লিপি ছিল ?
= মিশরের
63. নিম্নলিখিত কোন্ রাজা হাতিগুম্ফা লিপি উৎকীর্ণ করেছিলেন?
= খারবেল
64. রোজেটা ফলক কোন্ দেশে পাওয়া গেছে?
= মিশর
65. রোমের ইতিহাসের রচয়িতা হলেন-
= লিভি
66. পৃথিবীর বৃহত্তম মহাকাব্য হল—
= মহাভারত
67. পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হল—
= গিলগামেশ
68. হায়ারোগ্লিফিক লিপিতে ব্যবহৃত সর্বমোট চিত্রলিপির সংখ্যা—
= 750
69. খ্রিস্টের জন্মের যত বছর আগে মানুষ লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল, তা হল—
= ৫০০০
70. কিউনিফর্ম লিপির অপর নাম হল—
= কোনাক্ষর
লিপি
71. একটি সাহিত্যিক উপাদান হল—
= মার্কোপোলোর
বিবরণ
72. ‘রাজতরঙ্গিনী' গ্রন্থটি থেকে কোন্ অঞ্চলের ইতিহাস জানা যায় ?
= কাশ্মীর
73. ‘কল্পসূত্র' রচনা করেন—
= ভদ্ৰবাহু
74. ‘মেঘদূত’-এর রচয়িতা ছিলেন—
= কালিদাস
75. যেখানে বিভিন্ন লিপিগুলির আবিষ্কার হয়েছে, তা হল—
= মূলত টাইগ্রিস, ইউফ্রেটিস নদী এবং নীল ও সিন্ধু নদের উপত্যকাতেই
76. ‘বুক অব ড্যানিয়েল' গ্রন্থে কার রাজত্ব বা সময়কালের উল্লেখ রয়েছে?
= স্বাধীন
ব্যাবিলনরাজ নেবুচাডনেজার-এর
77. প্রাচীন কিউনিফর্ম লিপি ব্যবহার করত—
= সুমেরীয়রা
78. প্রাচীন মিশরীয়রা—
= প্যাপিরাসে লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল
79. মুসার নেতৃত্বে প্যালেস্তাইন দখলের কাহিনি আলোচিত হয়েছে
= ওল্ড টেস্টামেন্টে
80. প্রাচীন জেন্দ-আবেস্তা নামের গ্রন্থে—
= জরাথুস্ট্রের উপদেশাবলি সংকলিত হয়েছে
81. প্রাচীন বিভিন্ন মহাকাব্যগুলির মধ্যে—
= ইলিয়াড’ ও ‘ওডিসি' মহাকাব্যে ট্রয় নগরীর যুদ্ধের কাহিনি বর্ণিত আছে
82. ভারতে আগত বৈদেশিক পর্যটকদের মধ্যে—
= হিউয়েন
সাঙ হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন
83. ‘ইন্ডিকা’র রচয়িতা ছিলেন—
= মেগাস্থিনিস
84. ‘রাসমালা' গ্রন্থটির রচয়িতা হলেন—
= সোমেশ্বর
85. ‘মুদ্রারাক্ষস' গ্রন্থের রচয়িতা—
= বিশাখ দত্ত
86. ইনিড কাব্যগ্রন্থের রচয়িতা হলেন—
= ভার্জিল
87. ‘গিলগামেশ’ মহাকাব্যটি লিখিত-
= সুমেরীয় ভাষায়
88. 'Wealth of Nation' গ্রন্থের লেখক—
= অ্যাডাম স্মিথ
89. কার মতে ঐতিহাসিকের কাজ হল ‘একনিষ্ঠভাবে ঘটনার উপস্থাপনা'?
= র্যাঙ্কে
90. ‘দি হিস্ট্রি অব দি ডিক্লাইন অ্যান্ড ফল অব দি রোমান এম্পায়ার' গ্রন্থটির রচয়িতা হলেন—
= এডওয়ার্ড গিবন
91. 'আধুনিক ইতিহাসতত্ত্বের জনক' বলা হয়-
= র্যাঙ্কেকে
92. র্যাঙ্কে ইতিহাসের যে দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী ছিলেন—
= যুক্তিবাদী
93. “ইতিহাস হল ঈশ্বরের কার্যাবলির বিবরণ”উক্তিটি হল—
= অগাস্টিনের
94. আর্নল্ড টয়েনবি লিখিত বিখ্যাত গ্রন্থের নাম হল—
= স্টাডি অব হিস্ট্রি
95. একজন যুক্তিবাদী ঘরানার ঐতিহাসিক হলেন —
= ভলতেয়ার
96. ইতিহাসের সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী ছিলেন—
= জেমস মিল
97. নিম্নবর্গের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন—
= রণজিৎ গুহ
98. ইতিহাসে মার্কসবাদী ব্যাখ্যার প্রবক্তা কার্ল মার্কস ছিলেন-
= জার্মান দার্শনিক
99. ফার্নান্দ ব্রদেল তার ‘সিভিলাইজেশান অ্যান্ড ক্যাপিটালিজম' গ্রন্থে—
= অর্থনীতি,
রাষ্ট্র, সমাজ ও সভ্যতার
আলোচনা করেছেন
100. ভারতের জাতীয়তাবাদী ইতিহাসচর্চার সমর্থকরা ছিলেন—
= রাজেন্দ্রলাল মিত্র, রমেশচন্দ্র দত্ত, হরপ্রসাদ শাস্ত্রী প্রমুখ
101. ভারতে মার্কসবাদী ইতিহাসচর্চার ধারণাকে এগিয়ে নিয়ে গেছেন এমন কয়েকজন ঐতিহাসিক হলেন—
= ভূপেন্দ্রনাথ দত্ত, দামোদর ধর্মানন্দ কোশাম্বী প্রমুখ
102. কেম্ব্রিজ গোষ্ঠীর কয়েকজন ঐতিহাসিক ছিলেন—
= জ্যাক গ্যালাহার, লুই নেমিয়ার, ওয়াশরুক
103. ‘পুরাণ' শব্দটির সঠিক অর্থ হল-
= প্রাচীন
104. জনশ্রুতি অনুযায়ী ভারতীয় পুরাণগুলি রচনা করেন—
= ঋষিরা
105. পুরাণ ঐতিহ্যের ভিত্তিতে লিখিত প্রথম ইতিহাস গ্রন্থটি হল—
= রাজতরঙ্গিনী
106. ভারতে ক-টি পুরাণ আছে?
= ১৮টি
107. খ্রিস্টীয় যে শতক থেকে ইতিহাস ও পুরাণ শব্দ দুটি ব্যঞ্জনাধর্মী হয়ে ওঠে—
= সপ্তম
108. পুরাণগুলিকে যে যুগে সম্পাদনা করা হয়েছিল তা হল—
= গুপ্ত
109. পুরাণগুলি মূলত—
= ধৰ্মীয় গ্রন্থ
110. পুরাণের লক্ষণগুলি হল—
= সর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর প্রভৃতির উল্লেখ
111. চিনা পুরাণ অনুসারে—
= পান-কু হলেন পৃথিবীর সৃষ্টিকর্তা
112. ঐশ্বর্য লুণ্ঠন পর্ব ঠেকানোর জন্য সর্বপ্রথম পুরাকীর্তিগুলির
= ব্রিটেন
113. ইন্দো-মুসলিম ইতিহাসচর্চা গড়ে উঠেছিল—
= ভারতীয়-পারসিক এই দুই ইতিহাস দর্শনের মিলনে
114. ‘তারিখ-ই-ফিরোজশাহি' গ্রন্থের রচয়িতা হলেন—
= জিয়াউদ্দিন বারনি
115. 'তবাকত-ই-নাসিরি' গ্রন্থের রচয়িতা হলেন-
= মিনহাজ উস সিরাজ
116. ‘তহকিক-ই-হিন্দ' গ্রন্থের রচয়িতা হলেন—
= আলবিরুনি
117. ‘তারিখ-ই-সিন্দ’ রচনা করেন—
= মির মহম্মদ মাসুম
118. ‘তাজ-উল-মাসির'-এর রচয়িতা হলেন—
= হাসান নিজামি
119. ‘ফকির-ই-মুদাবির' নামে পরিচিত ছিলেন —
= মহম্মদ-বিন-মনসুর
120. তৈমুর লঙের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম হল—
= মালফুজাত-ই-তিমুরি
121. ‘বাবরনামা' গ্রন্থের রচয়িতা-
= জাহিরুদ্দিন মহম্মদ বাবর
122. ‘হুমায়ুননামা’ লিখেছেন—
= গুলবদন বেগম
123. ‘আকবরনামা' লিখেছেন—
= আবুল ফজল
124. ‘রিয়াজ উস সালাতিন' গ্রন্থের রচয়িতা হলেন—
= গুলাম হুসেন সেলিম
125. বদাউনি রচিত ‘মুন্তাখাব-উল-তওয়ারিখ' গ্রন্থটি যে কটি খণ্ডে বিভক্ত তা হল—
= তিনটি
126. ‘মুন্তাখাব-উল-লুবাব' গ্রন্থটির রচয়িতা হলেন—
= মহম্মদ হাসিম কাফি খান
127. আমির খসরু রচিত গ্রন্থটির নাম হল—
= কিরান-উস-সদাইন
128. ‘মুন্তাখাব-উল-তওয়ারিখ' গ্রন্থটির লেখক—
= বদাউনি
129. ‘ফুতুহ-উস্-সালাতিন' গ্রন্থটির রচয়িতা কে?
= ইসামি
130. ইন্দো-পারসিক ঐতিহ্যে ‘সিরা’ হল-
= জীবনী গ্রন্থ
131. ভারত ছাড়া আর যে দেশ ইতিহাসের আবর্তনশীল (Cyclical) ধারণার ওপর ভিত্তি করে চার যুগের বিভাজন করেছে, তা হল—
= গ্রিস
132. আরব দার্শনিক ইবন খালদুন ইতিহাসের আবর্তনশীল ধারণার ওপর বিশদ আলোচনা করেন—
= ১৪-১৫ শতকে
133. আরব দার্শনিক ইবন খালদুন আবর্তনশীল ধারণার ভিত্তিতে বিশ্ব-ইতিহাসের সময়কালকে বিভক্ত করেন—
= ৩টি পর্বে
134. কালের প্রতিটি আবর্তন যে হিসেবে চিহ্নিত, তা হল—
= যুগ
135. যুগের আবর্তনের সঙ্গে সঙ্গে কীসের উৎপত্তি, বিকাশ, অবক্ষয় এবং শেষে বিলয় ঘটে?
= সভ্যতা
136. ভারতে যুগ বিভাজনের চতুর্থ পর্যায়টি হল—
= কলি
137. কালচক্র ধারণার প্রবক্তা ছিল—
= ভারতীয়রা
138. আর্নল্ড টয়েনবি উল্লিখিত চক্রাকার যুগ পরিবর্তনের তিনটি স্তর হল—
= বৃদ্ধি, বিকাশ, ধ্বংস
139. ভারতের ইতিহাসে একরৈখিক কালপঞ্জির উদাহরণ—
= গুপ্তরাজাদের গুপ্তাব্দ, কুষাণ রাজাদের শকাব্দ প্রভৃতি
140. প্রতিটি ঘটনা সঠিকভাবে বোঝার জন্য সময় উল্লেখের ওপর জোর দিতেন যে দেশের ঐতিহাসিকরা, সেটি হল-
= আরব
141. ভারতের ইতিহাসে মধ্যযুগের সূচনাকাল বা প্রাচীন যুগের অবসানকাল হল—
= ১২০৬ খ্রিস্টাব্দ
142. ইউরোপে মধ্যযুগের সূচনা হয়—
= ৪৭৬ খ্রি.
143. ‘অন্ধকার যুগ’ কথাটি প্রথম ব্যবহার করেছেন-
= পেত্রার্ক
144. ইউরোপের ইতিহাসে মধ্যযুগের সমাপ্তিকাল—
= ১৪৫৩ খ্রিস্টাব্দ
145. ইউরোপে মধ্যযুগের স্থিতিকাল ছিল—
= এক হাজার বছর
146. জাতি ও ধর্মের ভিত্তিতে কে প্রথম ইতিহাসের যুগকে বিভাগ করেছিলেন ?
= জেমস মিল
147. সংস্কৃতায়ন হল—
= সংস্কৃত ভাষাভাষীদের একীকরণ
148. আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য হল—
= যুক্তিবাদ, ব্যক্তিস্বাধীনতা ও মানবমুক্তি
149. যুগ বিভাজনের ধারণাটি বিশ্বের বিভিন্ন দেশে—
= বিভিন্ন রকম
150. 'ইতিহাস' বা ‘History' শব্দটি কোন্ গ্রিক শব্দ থেকে এসেছে?
= Historia থেকে
151. ‘Historia' শব্দটির অর্থ কী?
= সযত্ন অনুসন্ধান
152. ‘Historia' শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
= হেরোডোটাস
153. ইতিহাসের জনক কাকে বলা হয়?
= হেরোডোটাসকে
154. 'ইতিহাস' শব্দের অর্থ কী?
= অনুসন্ধান
155. বাংলা ভাষায় 'ইতিহাস' শব্দটি এসেছে কোন্ শব্দ থেকে?
= ইতিহ’শব্দ
156. বাংলা ভাষায় 'ইতিহাস' শব্দটির অর্থ কী?
= ঐতিহ্য
157. বাংলায় ইতিহাস শব্দটির রূপতাত্ত্বিক বিশ্লেষণ করলে কী পাওয়া যায় ?
= ইতহ + √অস্ + অ
158. বাংলায় ইতিহাস শব্দটির রূপতাত্ত্বিক বিশ্লেষণ করলে কী অর্থ দাঁড়ায় ?
= এমনটিই ছিল বা এমনটিই ঘটেছিল
159. ইতিহাসের মূল কথা কী ?
= গতিশীলতা ও ধারাবাহিকতা
160. কোন্ জাতি প্রথম ইতিহাসের সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেন ?
= গ্রিক জাতি
161. কালানুক্রমিকভাবে অতীতের কাহিনি ও কার্যাবলির লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নকে কী বলা হয় ?
= ইতিহাস
162. অতীতের কাহিনি উপস্থাপন, বিশ্লেষণ, ব্যাখ্যা ও মূল্যায়ন যাঁরা করেন, তাদের কী বলা হয়?
= ঐতিহাসিক
163. বস্তুগত নিদর্শনের ভিত্তিতে অতীত পুনর্নির্মাণ করার বিজ্ঞানকে কী বলে চিহ্নিত করা হয় ?
= প্রত্নতত্ত্ব
164. মাটির নীচে চাপা পড়ে থাকা পুরোনো দিনের উপাদানগুলিকে যাঁরা খননকার্য চালিয়ে খুঁজে বের করেন এবং ইতিহাস রচনার কাজে সুেগলিকে ব্যবহার করেন তাদের কী বলে ?
= প্রত্নতাত্ত্বিক
165. মানব সভ্যতার ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করা যায় ?
= তিন ভাগে
166. ইতিহাসের প্রথম ভাগের নাম কী?
= প্রাচীন যুগ
167. ইতিহাসের দ্বিতীয় ভাগের নাম কী?
= মধ্যযুগ
168. ইতিহাসের তৃতীয় ভাগের নাম কী?
= আধুনিক যুগ
169. মানব ইতিহাসে কোন্ যুগের ব্যাপ্তি সবচেয়ে সুদীর্ঘ ?
= প্রাচীন যুগ
170. ঐতিহাসিকদের মতে, কোন্ যুগে হোমো স্যাপিয়েন্স বা প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটেছিল ?
= প্রাচীন যুগে
171. আনুমানিক কত বছর আগে প্রথম হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব হয়?
= ৩৬ লক্ষ বছর আগে
172. ভারতবর্ষে কত বছর আগে মানুষের বসবাস ছিল বলে প্রমাণ পাওয়া যায় ?
= ৫ লক্ষ বছর আগে
173. হোমো স্যাপিয়েন্স বা প্রথম আধুনিক মানুষদের ব্যবহৃত অস্ত্রগুলি প্রথমদিকে কী দিয়ে তৈরি হত ?
= পাথর
174. ইতিহাসের প্রাচীন যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ?
= তিন ভাগে
175. প্রাচীন যুগের প্রথম ভাগের নাম কী?
= প্রাগৈতিহাসিক যুগ
176. প্রাগৈতিহাসিক যুগের অপর নাম কী?
= Pre-Historic Age
177. যে যুগের কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না, সেই যুগকে কী বলা হয় ?
= প্রাগৈতিহাসিক যুগ
178. কে প্রথম ‘প্রাক্-ইতিহাস' শব্দটি ব্যবহার করেন ?
= পল তুর্নাল
179. পল তুর্নাল কোন্ দেশের প্রত্নতত্ত্ববিদ ছিলেন?
= ফরাসি প্রত্নতত্ত্ববিদ
180. প্রাক্-ইতিহাস শব্দটি ইংরেজি ভাষায় প্রথম কে ব্যবহার করেন?
= ড্যানিয়েল উইলসন
181. ড্যানিয়েল উইলসন কবে প্রাক্-ইতিহাস শব্দটি ব্যবহার করেন ?
= ১৮৫১ খ্রিস্টাব্দে
182. কে প্রাক্-ইতিহাসের প্রথম ব্যাখ্যা দেন ?
= জন ল্যাবক
183. কে ‘প্রাক্-ইতিহাস' শব্দটিকে একটি ভ্রান্ত শব্দ বলে আখ্যায়িত করেছেন ?
= এম সি বার্কিট
184. মানব প্রজাতির উদ্ভবের পর থেকে প্রাচীন যুগ পর্যন্ত বিবর্তনের যে ধারা ইতিহাসের সময়কালে লিপিবদ্ধ রয়েছে, তা হল—
= প্রাগৈতিহাসিক যুগের বিষয়বস্তু
185. কোন্ যুগে মানুষ লিপি বা অক্ষরের ব্যবহার জানত না ?
= প্রাগৈতিহাসিক যুগে
186. কোন্ যুগের কোনো লিখিত বিবরণ নেই ?
= প্রাগৈতিহাসিক যুগের
187. ভারতবর্ষে কোন্ সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয় ?
= প্রাক্-হরপ্পা যুগকে
188. প্রাগৈতিহাসিক যুগে মানুষেরা কোথায় বসবাস করত ?
= গুহায়
189. ডাইনোসর জাতীয় বৃহদাকার প্রাণী কোন্ যুগে বিরাজ করত?
= প্রাগৈতিহাসিক যুগে
190. প্রাগৈতিহাসিক যুগকে কয় ভাগে ভাগ করা যায় ?
= তিন ভাগে
191. প্রাগৈতিহাসিক যুগের প্রথম ভাগের নাম কী ?
= প্রাচীন প্রস্তর যুগ
192. প্রাচীন প্রস্তর যুগের অপর নাম কী?
= Paleolithic Age
193. প্রাচীন প্রস্তর যুগের সময়কাল কত?
= আনুমানিক ৫,০০,০০০-১০,০০০ খ্রি.পূ.
194. কে সর্বপ্রথম ‘প্যালিওলিথিক' শব্দটি ব্যবহার করেন?
= জন ল্যাবক
195. প্রাচীন প্রস্তর যুগের বেশিরভাগ অস্ত্র কী দিয়ে তৈরি হত ?
= কোয়ার্টজাইট
196. কোন যুগের মানুষদের কোয়ার্টজাইট মানব বলা হত ?
= প্রাচীন প্রস্তর যুগের
197. কোন্ যুগ কোয়ার্টজাইট যুগ নামে পরিচিত?
= প্রাচীন প্রস্তর যুগ
198. প্রাচীন প্রস্তর যুগের মানুষদের মূল জীবিকা কী ছিল ?
= শিকার ও খাদ্য সংগ্রহ করা
199. প্রাচীন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল-
= হাত কুঠার
200. কোন্ যুগকে হাত কুঠার সভ্যতা (Hand Axe Culture) বলা হয় ?
= প্রাচীন প্রস্তর যুগকে
201. প্রাচীন প্রস্তর যুগের একটি নিদর্শন স্থল হল—
= আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি
202. ভারতে প্রাপ্ত প্রাচীন প্রস্তর যুগের একটি নিদর্শন স্থল হল—
= মধ্যপ্রদেশের ভীমবেটকা
203. প্রাচীন প্রস্তর যুগকে কয় ভাগে ভাগ করা যায় ?
= তিন ভাগে
204. কীসের উপর ভিত্তি করে প্রাচীন প্রস্তর যুগকে তিন ভাগে ভাগ করা যায়?
= অস্ত্রশস্ত্রের ব্যবহার
205. প্রাচীন প্রস্তর যুগের প্রথম ভাগের নাম কী ?
= নিম্ন প্রাচীন প্রস্তর যুগ
206. নিম্ন প্রাচীন প্রস্তর যুগের সময়কাল কত ?
= ৫,০০,০০০ থেকে ১,০০,০০০ খ্রি.পূ.
207. কোন্ যুগে হোমো হ্যাবিলিস ও হোমো ইরেক্টাস মানব প্রজাতির নিদর্শন মেলে?
= নিম্ন প্রাচীন প্রস্তর যুগে
208. প্রাচীন প্রস্তর যুগের দ্বিতীয় ভাগের নাম কী ?
= মধ্য প্রাচীন প্রস্তর যুগে
209. মধ্য প্রাচীন প্রস্তর যুগের সময়কাল কত?
= ১,০০,০০০ থেকে ৪০,০০০ খ্রি.পূ.
210. প্রাচীন প্রস্তর যুগের তৃতীয় ভাগের নাম কী?
= নব্য প্রাচীন প্রস্তর যুগ
211. নব্য প্রাচীন প্রস্তর যুগের সময়কাল কত ?
= ৪০,০০০ থেকে ১০,০০০ খ্রি.পূ.
212. কোন্ যুগের মানুষেরা কুটিরে বসবাস করতে শুরু করে ?
= নব্য প্রাচীন প্রস্তর যুগের
213. প্রাগৈতিহাসিক যুগের দ্বিতীয় ভাগের নাম কী ?
= মধ্যপ্রস্তর যুগ
214. মধ্যপ্রস্তর যুগের অপর নাম কী?
= Mesolithic Age
215. মধ্যপ্রস্তর যুগের সময়কাল কত?
= ১০,০০০ থেকে ৬০০০ খ্রি.পূ.
216. কে মেসোলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেন?
= হোডার ওয়েস্ট্রপ
217. হোডার ওয়েস্ট্রপ কবে মেসোলিথিক শব্দটি ব্যবহার করেন ?
= ১৮৭৭ খ্রিস্টাব্দে
218. কোন যুগকে ‘ক্ষুদ্র প্রস্তর যুগ' নামে অভিহিত করা হয় ?
= মধ্য প্রস্তর যুগকে
219. কোন্ যুগে মানুষ কৃষিকাজের সূচনা ঘটায় ?
= মধ্য প্রস্তর যুগে
220. কোন্ যুগে মানুষ নৌকা তৈরি করতে শেখে?
= মধ্য প্রস্তর যুগে
221. মানুষ সর্বপ্রথম মৃৎপাত্র আবিষ্কার করে কোন্ যুগে ?
= মধ্য প্রস্তর যুগে
222. মানুষ সর্বপ্রথম গাছের ডালের সঙ্গে সূঁচালো প্রস্তরখণ্ড বেঁধে হাতিয়ার তৈরি করে কোন্ যুগে ?
= মধ্য প্রস্তর যুগে
223. মানুষ পশুপালন করতে শিখেছিল কোন্ যুগে ?
= মধ্য প্রস্তর যুগে
224. মধ্য প্রস্তর যুগে পূর্ব ভারতের মানুষেরা কোন্ জাতিগোষ্ঠীভুক্ত ছিল ?
= মোঙ্গল জাতিগোষ্ঠীভুক্ত
225. মধ্য প্রস্তর যুগে পশ্চিম ভারতের মানুষেরা কোন্ জাতিগোষ্ঠীভুক্ত ছিল ?
= ককেশীয় জাতিগোষ্ঠীভুক্ত
226. প্রাগৈতিহাসিক যুগের তৃতীয় ভাগের নাম কী ?
= নব্য প্রস্তর যুগ
227. নব্য প্রস্তর যুগের অপর নাম কী?
= Neolithic Age
228. নব্য প্রস্তর যুগের সময়কাল কত ?
= ৬০০০ থেকে ২৫০০ খ্রি.পূ.
229. কোন্ যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয় ?
= নব্য প্রস্তর যুগে
230. মানুষ কুমোরের চাকার মাধ্যমে মৃৎপাত্র তৈরি করতে শিখেছিল কোন্ যুগে ?
= নব্য প্রস্তর যুগে
231. যানবাহনের চাকা আবিষ্কার হয় কোন্ যুগে ?
= নব্য প্রস্তর যুগে
232. কৃষিপদ্ধতির ব্যবহার কোন্ যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল?
= নব্য প্রস্তর যুগের
233. কোন্ যুগের মানুষ লাঙল চালাতে শেখে?
= নব্য প্রস্তর যুগের মানুষ
234. কোন্ যুগের মানুষ প্রথম বস্ত্রবয়নের ব্যবহার শুরু করে ?
= নব্য প্রস্তর যুগের
235. মানুষ সর্বপ্রথম গৃহ নির্মাণ করতে শিখেছিল কোন্ যুগে ?
= নব্য প্রস্তর যুগে
236. কৃষিসহ বিভিন্ন বিষয়ে অগ্রগতি লক্ষ করে কে নব্য প্রস্তর যুগের সংস্কৃতিকে 'নব্য প্রস্তর যুগের বিপ্লব' (Neolithic Revolution) বলে অভিহিত করেছেন ?
= গর্ডন চাইল্ড
237. আগুনের ব্যবহার কোন্ যুগের অন্যতম বৈশিষ্ট্য?
= নব্য প্রস্তর যুগের
238. পাথর সাজিয়ে ‘ডোলমেন’ নামক সমাধি নির্মাণ কোন্ যুগের অন্যতম বৈশিষ্ট্য ?
= মধ্য প্রস্তর যুগ
239. ‘মেগালিথ’শব্দটি কোন্ যুগের সঙ্গে সম্পর্কযুক্ত ?
= নব্য প্রস্তর যুগের
240. মানুষ কখন খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয় ?
= নব্য প্রস্তর যুগের
241. কোন্ যুগের মানুষ স্থায়ীভাবে বসতি নির্মাণ করতে শিখেছিল ?
= নব্য প্রস্তর যুগের
242. ভারতের কোন্ সভ্যতা নব্য প্রস্তর যুগের সভ্যতা ?
= মেহেরগড় সভ্যতা
243. নব্য প্রস্তর যুগের শেষ দিকের সংস্কৃতিকে কে ‘তাম্রপ্রস্তর সংস্কৃতি’ বলে অভিহিত করেছেন?
= রেমন্ড অলচিন ও ব্রিজেৎ অলচিন
244. মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল—
= তামা
245. তাম্র-ব্রোঞ্জ যুগেও পাথরের ব্যবহার অব্যাহত ছিল বলে, এই যুগকে কী বলা হয় ?
= তাম্র-প্রস্তর যুগ
246. উত্তর ভারতে প্রস্তর যুগের পর কোন্ যুগের আবির্ভাব হয় ?
= তাম্র-ব্রোঞ্জ যুগ
247. উত্তর ভারতে তাম্র-ব্রোঞ্জ যুগের পর কোন্ যুগের আবির্ভাব হয় ?
= লৌহ যুগ
248. দক্ষিণ ভারতে প্রস্তর যুগের পর কোন্ যুগের আবির্ভাব হয় ?
= লৌহ যুগ
249. কোন্ স্থানে পৃথক ব্রোঞ্জ যুগের অস্তিত্ব ছিল?
= ইউরোপে
250. তাম্র-প্রস্তর যুগের সময়কাল কত ?
= ১৮০০ থেকে ১০০০ খ্রি.পূ.
251. প্রাচীন যুগের দ্বিতীয় ভাগের নাম কী?
= প্রায়-ঐতিহাসিক যুগ
252. প্রায়-ঐতিহাসিক যুগের অপর নাম কী?
= Proto-Historic Age
253. প্রায়-ঐতিহাসিক যুগের সময়কাল কত ?
= ৩০০০-৬০০ খ্রি.পূ.
254. প্রাচীন যুগের তৃতীয় ভাগের নাম কী?
= ঐতিহাসিক যুগ
255. ঐতিহাসিক যুগের অপর নাম কী ?
= Historic Age
256. ঐতিহাসিক যুগের সময়কাল কত?
= ৬০০ খ্রি.পূ. - ৬৫০ খ্রি.
257. সর্বপ্রথম দুপায়ে ভর দিয়ে হাঁটতে শেখে কোন্ প্রজাতির মানব?
= হোমো হাবিলিস
258. সর্বপ্রথম পাথরের হাতিয়ারের ব্যবহার শুরু করে কোন্ প্রজাতির মানব ?
= অস্ট্রালোপিথেকাস
259. সর্বপ্রথম আগুনের ব্যবহার শিখেছিল কোন্ প্রজাতির মানব ?
= হোমো ইরেক্টাস
260. সর্বপ্রথম পশুর চামড়া কাপড় হিসেবে ব্যবহার করে কোন্ মানব ?
= হোমো স্যাপিয়েন্স
261. পৃথিবীর উৎপত্তিকাল থেকে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর নানারূপ ঘটনাবলির কালক্রমিক সারণিকে কী বলা হয় ?
= ভূ-তাত্ত্বিক সময় সারণি
262. ভূ-তাত্ত্বিক সময় সারণির ভিত্তিতে পৃথিবীতে সর্বপ্রথম কোন্ যুগ শুরু হয় ?
= আর্কিওজোয়িক যুগ
263. আর্কিওজোয়িক যুগের পর পৃথিবীতে কোন্ যুগ শুরু হয় ?
= প্রোটেরোজোয়িক যুগ
264. প্রোটেরোজোয়িক যুগের সূচনা হয়
= আনুমানিক ৮২ কোটি বছর পূর্বে
265. প্রোটেরোজোয়িক যুগের সমাপ্তি ঘটে—
= আনুমানিক ৫০ কোটি বছর পূর্বে
266. প্রোটেরোজোয়িক যুগের পর পৃথিবীতে কোন্ যুগ শুরু হয় ?
= প্যালিওজোয়িক যুগ
267. প্যালিওজোয়িক যুগের সূচনা হয়—
= আনুমানিক ৫০ কোটি বছর পূর্বে
268. কোন্ যুগে স্থলভাগে সর্বপ্রথম প্রাণের স্পন্দন দেখা যায় ?
= প্যালিওজোয়িক যুগে
269. প্যালিওজোয়িক যুগের সমাপ্তি ঘটে—
= আনুমানিক ২০ কোটি বছর পূর্বে
270. প্যালিওজোয়িক যুগের পর পৃথিবীতে কোন্ যুগ শুরু হয় ?
= মেসোজোয়িক যুগ
271. মেসোজোয়িক যুগ শুরু হয়—
= আনুমানিক ২০ কোটি বছর পূর্বে
272. ‘Age of Reptiles' বা 'সরীসৃপের যুগ' এবং 'Age of Conifers' বা ‘সরলবর্গীয় মোচাকৃতি বৃক্ষের যুগ’নামে পরিচিত কোন্ যুগ ?
= মেসোজোয়িক যুগ
273. কোন্ যুগে ডাইনোসর জাতীয় বৃহৎ জীবের আবির্ভাব ঘটে ?
= প্রোটেরোজোয়িক যুগে
274. মেসোজোয়িক যুগের সমাপ্তি ঘটে—
= আনুমানিক ৬ কোটি ৫০ লক্ষ বছর পূর্বে
275. মেসোজোয়িক যুগের অবসানের পর পৃথিবীতে কোন্ যুগ শুরু হয়?
= সেনোজোয়িক যুগ শুরু
276. সেনোজোয়িক যুগ শুরু হয়—
= আনুমানিক ৬ কোটি ৫০ লক্ষ বছর পূর্বে
277. সেনোজোয়িক যুগকে কয় ভাগে ভাগ করা যায় ?
= দুই ভাগে
278. সেনোজোয়িক যুগের ভাগ দুটি কী কী?
= টার্শিয়ারি যুগ ও কোয়াটারনারি যুগ
279. টার্শিয়ারি যুগ শুরু হয়—
= আনুমানিক ৬ কোটি ৫০ লক্ষ বছর পূর্বে
280. কোন্ যুগে সর্বপ্রথম মানুষের পূর্বপুরুষের আবির্ভাব ঘটে ?
= টার্শিয়ারি যুগে
281. টার্শিয়ারি যুগের সমাপ্তি ঘটে—
= আনুমানিক ২০ লক্ষ বছর পূর্বে
282. কোয়াটারনারি যুগ শুরু হয় —
= আনুমানিক ২০ লক্ষ বছর পূর্বে
283. কোয়াটারনারি যুগকে কয় ভাগে ভাগ করা যায় ?
= দুই ভাগে
284. কোয়াটারনারি যুগের ভাগ দুটি কী কী?
= প্লেইস্টোসিন যুগ ও হলোসিন যুগ|
285. প্লেইস্টোসিন যুগ শুরু হয়—
= আনুমানিক ২০ লক্ষ বছর পূর্বে
286. কোন্ যুগে আধুনিক মানুষ বা হোমো স্যাপিয়েন্সের আবির্ভাব ঘটে ?
= প্লেইস্টোসিন যুগে
287. মানুষের সমাজ গড়ে উঠেছিল—
= প্লেইস্টোসিন যুগে
288. কোন্ মহাদেশকে মানবজাতির জন্মস্থান বলা হয় ?
= আফ্রিকা মহাদেশকে
289. আফ্রিকা থেকে আদিম মানব সর্বপ্রথম কোন্ মহাদেশে পৌঁছেছিল ?
= ইউরোপ
290. ইউরোপ থেকে আদিম মানব কোন্ মহাদেশে পৌঁছেছিল?
= এশিয়া
291. কোন্ প্রজাতির মানবগোষ্ঠী সর্বপ্রথম আফ্রিকা থেকে অন্য মহাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ?
= হোমো ইরেক্টাস
292. হোমো ইরেক্টাসের যাত্রার পরবর্তীকালে কোন্ প্রজাতির মানুষ আফ্রিকা থেকে অন্য মহাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ?
= হোমো স্যাপিয়েন্স
293. প্লেইস্টোসিন যুগের সমাপ্তি ঘটে—
= আনুমানিক ১০ হাজার বছর পূর্বে
294. হলোসিন যুগ শুরু হয়-
= আনুমানিক ১০ হাজার বছর পূর্বে
295. বর্তমান যুগ কোন্ যুগের অন্তর্গত?
= হলোসিন যুগের
296. কীসের ভিত্তিতে ঐতিহাসিকরা ইতিহাস রচনার কাজে নিয়োজিত হন ?
= উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে
297. প্রাগৈতিহাসিক ও প্রায়-ঐতিহাসিক যুগের ইতিহাস সম্পূর্ণভাবে কীসের উপর নির্ভরশীল?
= প্রত্নতত্ত্বের উপর
298. কোটি প্রত্নতত্ত্বের উপাদান?
= জীবাশ্ম
299. প্রত্নতত্ত্বের মাধ্যমে অর্থাৎ মাটির নীচে খননকার্য চালিয়ে কী আবিষ্কৃত হয়েছে?
= প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ, আদিম মানুষের ব্যবহার্য দ্রব্য
300. ভারতের কোন্ স্থানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে?
= পাঞ্জাবের সোয়ান নদী উপত্যকায়
0 Comments