Hello! সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা! কেমন আছো ? আশা করি ভালো আছো। তোমরা আগের পেজে জানতে পারলে Tense কি ? এবং ধরে নিচ্ছি যে Tense কাকে বলে তাও তোমরা এতক্ষণে বুঝে গেছো। এবার আসো Tense এর প্রকারভেদ সম্পর্কে জেনে নেওয়া যাক।
Types of Tense :-
Tense কত প্রকার ও কি কি? -
*এখন আমরা দেখে নেব Types of Tense অর্থাৎ Tense কত প্রকার ও কি কি?
❖⇉ Tense(কাল) প্রধানত(মূলত) তিন প্রকার। যথাঃ-
1) Present Tense (বর্তমান কাল)
2) Past Tense (অতীত কাল)
3) Future Tense (ভবিষ্যৎ কাল)
এখানে উপরের বাক্য গুলোতে যথাক্রমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করে।
☑ Example (যেমনঃ) :-
১। আমি স্কুলে
যাই। (ই) (বর্তমান কাল)। → I go to school. (Present Tense).
২। আমরা স্কুলে
গিয়েছিলাম। (ছিলাম) (অতীত কাল)। → We went to school. (Past Tense).
৩। আমি স্কুলে যাবো । (বো)(ভবিষ্যৎ কাল)। → I will go to school. (Future Tense).
☞ প্রত্যেকটি Tense কে আবার চার ভাগে ভাগ করা যায় যথাঃ–
[A] Indefinite Tense (অনির্দিষ্ট কাল)
[B] Continuous or Progressive Tense (চলতি অবস্থা)
[C] Perfect Tense (সম্পন্ন বা শেষ অবস্থা)
[D] Perfect Continuous Tense (পূর্ব থেকে আরম্ভ হয়ে চলতে থাকা)
সকল Tense -এর প্রকারভেদ ::-
1) Present Tense :-
(a) Present Indefinite Tense.
(b) Present Continuous or Progressive Tense.
(c) Present Perfect Tense.
(d) Present Perfect Continuous Tense.
2) Past Tense :-
(a) Past Indefinite Tense.
(b) Past Continuous or Progressive Tense.
(c) Past Perfect Tense.
(d) Past Perfect Continuous Tense.
3) Future Tense :-
(a) Future Indefinite Tense.
(b) Future Continuous or Progressive Tense.
(c) Future Perfect Tense.
(d) Future Perfect Continuous Tense.
আশা করি বুঝতে পেরেছো প্রধান Tense, 3 প্রকারের আবার প্রত্যেকটা Tense-কে 4 ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা বলতে পারি যে Tense মোট 12 প্রকার। এই 12টি Tense এর গঠন সম্পর্কে আমরা পরের পেজগুলিতে ধাপে ধাপে আলোচনা করবো।
0 Comments