Hello! বন্ধুরা! আশা করি সবাই ভালোই আছো। তোমরা আগের পেজে জানতে পারলে Present Indefinite Tense কাকে বলে এবং সঙ্গে ওই Tense -এর আওতায় থাকা বিভিন্ন Sentence -এর নিয়মগুলোও জানতে পারলে । এসো এবার Present Continuous Tense এর সম্পর্কে জেনে নেবো এবং সঙ্গে Present Continuous Tense এর Affirmative, Negative, Interrogative সহ এর অন্যান্য নিয়ম গুলো দেখে নিবো। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক –
Present Continuous Tense or Present Progressive Tense:-
*এখন আমরা দেখে নেবো Present Continuous Tense বা Present Progressive Tense কাকে বলে এবং উদাহরণসহ তার লক্ষণ ও গঠনের নিয়ম।
-:: Definition of Present Continuous Tense ::-
1. Present Continuous Tense কাকে বলে ?
উত্তরঃ সাধারণত
বর্তমানে কোন কাজ বা
ঘটনা চলছে বা ঘটছে
যা নিকটতম ভবিষ্যতেও চলবে
এরূপ বোঝালে Present Continuous
Tense হয়। অন্যভাবে,
যে Tense দ্বারা বর্তমান কালে
সম্পন্ন হতে থাকা কোনো
কাজ বোঝায় অথবা কোন
কাজ হচ্ছে বা হইতেছে
এরূপ বোঝাতে Present Continuous
Tense বা Present
Progressive Tense (চলতি অবস্থার বর্তমান কাল) ব্যবহৃত হয়।
এক কথায়, কোনো
কাজ বর্তমান কালে হচ্ছে বা
চলছে বা ঘটছে বা
বর্তমান কালের ঘটতে থাকা
কাজের কোনো রূপ বোঝালে
তবে সেই কালকে
Present Continuous Tense বলা
হয়।
বর্তমান কালের কোনো ক্রিয়া
যেগুলি ইতিমধ্যেই চলছে বা ঘটে
চলেছে যখন আমরা সেগুলি
সম্পর্কে কথা বলছি তখন
তাকে Present Progressive Tense বলে।
বাংলায়
চেনার উপায় (লক্ষণ):-
বাংলায় বাক্যের ক্রিয়াপদের বা verb এর
শেষে- তেছি, তেছ, তেছে,
তেছেন বা ইতেছি, ইতেছ,
ইতেছে (সাধু রূপ), চ্ছ, চ্ছি, চ্ছে,
চ্ছেন, ছি, ছ, ছেন,
(চলিত রূপ) ইত্যাদি থাকে তবে Present
Continuous Tense বা
Present Progressive Tense হয়।
Present
Continuous Tense -এর গঠন প্রণালীঃ-
1. বাক্যের প্রথমে বসবে Subject বা কর্তা। Subject -টি Noun বা Pronoun হতে পারে।
2. এর পর বসবে Auxiliary Verb (am/is/are) বা সাহায্যকারী ক্রিয়াপদ।
3. তারপর বসবে Verb (অর্থাৎ Main Verb or V1) বা ক্রিয়াপদ এবং ওই ক্রিয়া পদের সাথে ing যুক্ত হবে।
4. শেষে বসবে Object বা কর্মপদ ও সাথে Extension. অনেক বাক্যে Object নাও থাকতে পারে।
সূত্রটি হল :– Subject + am/is/are + Main Verb (V1) +ing + Object + Extension
Note: Present Continuous Tense এর ক্ষেত্রে সাহায্যকারী
ক্রিয়া (auxiliary verb),
কর্তা বা Subject-এর পরে যে
ভাবে বসে তার নিয়ম
দেওয়া হল - ['আমি'(I)-এর
সাথে 'am' ব্যবহৃত হয়। 'is' ব্যবহার
করা হয় 'He/She/It' এর সাথে বা
বিশেষ্যের একবচন রূপ (the singular form of nouns) -এর সাথে।
'are' ব্যবহার করা হয় 'আমরা/তুমি/তারা' (We/You/They) বা বিশেষ্যের
বহুবচন রূপের সাথে (the plural form of nouns.)।] সুতরাং
নিয়ম বা সূত্রটিএই ভাবে
বলা যায় যে, Subject এর
পরে Number ও Person অনুসারে am, is, are বসে এবং মূল
verb এর শেষে ing যোগ হয়।
Note
-এক নজরে দেখে নাও,
I(আই) - এর পর
am বসবে। He, She, it এবং অন্যসব third person singular number এর পর is বসবে। We, you, they এবং Plural subject এর শেষে are বসে।
Present Indefinite Tense -এর উদাহরণ:-
1. তারা রাতের খাবার রান্না করিতেছে বা করছে। – They are cooking dinner.
(এখানে [Subject = They, Auxiliary Verb= are, Main Verb (V1) = cook, Object = dinner.])
2. আমি বাড়ি যাইতেছি বা
আমি বাড়ি যাচ্ছি। - I am going to home.
(এখানে [Subject = I, Auxiliary Verb= am, Main Verb (V1) = go, Object = home.])
3. তুমি বাজার যাইতেছ বা
তুমি যাচ্ছ। - You are going to the market.
(এখানে [Subject = You, Auxiliary Verb= are, Main Verb (V1) = go, Object = market.])
4. সে (পুং) বিদ্যালয় যাইতেছে বা সে (স্ত্রী) বিদ্যালয় যাচ্ছে। - He is going to school or she is going to school
(এখানে [Subject = He/She, Auxiliary Verb= is, Main Verb (V1) = go, Object = school.])
বিশেষভাবে নজর রাখবে : -
Note: Feel, hear, fear, see, smell, desire, love, like, live, want, wish, belong, passes, understand, know, think, believe, expect, remember ইত্যাদি verb গুলোর জন্য Present Continuous Tense না হয়ে Present Indefinite Tense হয়।
যেমন - আমি একটা পাখি দেখছি বা দেখিতেছি। - I see a bird.
More Example:-
ð
Incorrect
Sentence [X]
I am seeing a bird.( X)
I am feeling unwell.( X)
He is living in Kolkata.( X)
I am hearing her singing a song.( X)
ð
Correct
Sentence [✓]
I see a bird. (✓)
I feel unwell. (✓)
He lives in Kolkata. (✓)
I hear her singing a song. (✓)
Note: ওপরের নিয়মের ব্যতিক্রম :-
ð বিশেষ অর্থ প্রকাশ করতেও অনেক সময় ওপরের verb গুলোর কিছু (Word) বা শব্দ Present Continuous Tense রূপে ব্যবহৃত হয়।
(i) যখন কোনো মতামত জানতে চাওয়া হয় তখন 'Think' শব্দটি Present Continuous Tense-এ ব্যবহৃত হয়।
যেমন – কি চিন্তা করছো ? - What are you thinking about ?
(ii) আবার কোনো বাক্যে প্রতীক্ষা বুঝাতে ‘Expect' শব্দটি Present continuous tense-এ ব্যবহৃত হয়।
যেমন – আমি তোমার আগমন প্রতীক্ষা করছি - I am expecting your arrival.
(iii) নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতে অনেক সময় (Come এবং Go verb এর ক্ষেত্রে ) ভবিষ্যৎ কালের পরিবর্তে Present Continuous Tense হয়। যেমন -
(a) তুমি কি আজ আসবে ? - Are you coming today?
(b) আমি আগামীকাল কলকাতা যাবো - I am going to Kolkata tomorrow.
Present Continuous Tense আরো উদাহরণ :-
(i)আমরা একটি গল্পের বই পড়ছি. - We are reading a story book.
(ii)সভায় আকাশ তার প্রকল্প উপস্থাপন করছেন। - Akash is presenting his project in the meeting
(iii)নিতু তার কুকুরের জন্য বল নিক্ষেপ করছে। - Nitu is throwing the ball for her dog.
More Examples:-
(a) আমি ভাত খাইতেছি।
– I am eating rice.(তেছি)
(b) আমি স্কুলে যাইতেছি।
– I am going to school.(তেছি)
(c) তুমি স্কুলে যাইতেছো।
– You are going to school.(তেছো)
(d) আমরা স্কুলে যাইতেছি।
– We are going to school.(তেছি)
(e) তোমরা স্কুলে যাইতেছো।
– You are going to school.(তেছো)
(f) তারা ফুটবল খেলেতেছে।
– They are playing football.(তেছে)
(g) সে স্কুলে যাইতেছে।
– He/She is going to school.(তেছে)
(h) তিনি স্কুলে যাইতেছেন।
– He/She is going to school.(তেছেন)
-::Present Continuous Tense ::-
(Affirmative,
Negative, Interrogative)
Present Continuous Tense or Present ProgressiveTense :-
-:: Affirmative Sentence ::-
Present Continuous Tense এর
Affirmative sentence (ইতিবাচক
বা হাঁ-জ্ঞাপক
বাক্য),
Rules = S + am/is/are + V1 + ing + O
Examples :-
1) Ram is playing football.
= রাম ফুটবল খেলেতেছে।
2) Students are going to school.
= ছাত্ররা স্কুলে যাইতেছে।
-:: Negative Sentence ::-
Present Continuous Tense এর
Negative sentence (নেতিবাচক
বাক্য)
Rules = S + am/is/are + not + v1 + ing + O
Examples :-
1) Ram is not playing football.
= রাম ফুটবল খেলিতেছে না।
2) Students are not go to school.
= ছাত্ররা স্কুলে যাইতেছে না।
-::
Interrogative Sentence ::-
Present Continuous Tense এর
Interrogative or Question Sentence
(প্রশ্নমূলক বা প্রশ্নবাচক
বাক্য)
Rules = Am/Is/Are + S + v1 + ing + O + Note of interrogation (?)
Examples :-
1) Is Ram playing football ?
= রাম কি ফুটবল খেলিতেছেন ?
2) Are students going to school ?
= ছাত্ররা কি স্কুলে যাচ্ছে ?
-:: Negative Interrogative Sentence :-
Present Continuous Tense এর
Negative Interrogative Sentence :-
Rule :- Am/Is/Are + not + S + v1 + ing + O + Note of interrogation (?)
Examples :-
1) Is not Ram playing
football?
= রাম ফুটবল খেলিতেছেন না?
2) Are not students going to school ?
= ছাত্ররা কি স্কুলে যাচ্ছে না?
-:: WH Sentence :-
Present Continuous Tense এর
WH Sentence :-
Rules :- Wh + Am/Is/Are + S + V1 + ing + O + Note of interrogation (?)
Example :-
1. Why is Ram playing?
= রাম খেলিতেছে কেন?
2) Why are students going to school ?
= শিক্ষার্থীরা কেন স্কুলে যাচ্ছে?
-:: WH Negative Sentence :-
Present Continuous Tense এর
WH Negative Sentence :-
Rules :- Wh + am/is/are + not + S + V1 + ing + O + Note of interrogation (?)
Example :-
1) Why is not he/she going to school ?
= কেন সে স্কুলে যাচ্ছে না?
2) Why are not students going to school ?
= শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে না কেন?
-: The End :-
জেনে রাখা দরকার :-
More Example:-
Affirmative
Sentence :-
(1) সে ইহা করতেছে। - He is doing it.
(2) আমি ইহা করতেছি। - I am doing it.
(3) আমি ভাত খাইতেছি। – I am eating rice.
(4) তারা ইহা করতেছে।- They are doing it.
(5) আমি তাকে ডাকতেছি। - I am calling him.
(6) সে আমাকে ডাকতেছে। - He is calling me.
(7) সে স্কুলে যাইতেছে। – He is going to school.
(8) সে বাজারে যাচ্ছে। - He is going to market.
(9) তুমি/তোমরা ইহা করতেছো। - You are doing it.
(10) আমি স্কুলে যাচ্ছি/যাইতেছি। - I am going to school.
(11) তারা ফুটবল খেলছে। - They are playing football
(12) শিশুরা স্কুলে যাচ্ছে। - Children are going to school.
(13) তুমি/ তোমরা বই পড়িতেছ। – You are reading book.
(14) শিশুটি উচ্চস্বরে কাঁদছে। - The baby is crying out loud.
(15) বাসটি চারটায় ছাড়বে। - The bus is leaving at 4.00 pm.
(16) ছেলেরা পার্কে খেলছে। - The boys are playing in the park.
(17) তুমি/তোমরা তাকে ডাকতেছো। - You are calling her/him.
(18) তুমি একটি গান গাইতেছ/গাচ্ছো। - You are singing a song.
(19) আমরা বিদ্যালয়ে যাইতেছি/যাচ্ছি। - We are going to school.
(20) মা ভাত রান্না করিতেছেন/করছেন। - Mother is cooking rice.
(21) বাবা একটি বই পড়িতেছেন/পড়ছেন। - Father is reading a book.
(22) আমি আজ রাতে কলকাতা যাচ্ছি। – I am going to Kolkata tonight.
(23) রিমা একটি কবিতা লেখিতেছে/লেখছেন। - Rima is writing a poem.
(24) আমি আমার হারানো কলমের খোঁজ করতেছি। - I am seeing my lost pen.
(25) আমার বড় ভাই চাকুরীর খোঁজ করতেছে। - My elder brother is seeing a job.
(26) শিক্ষিত লোকেরা চাকুরী খোঁজ করতেছে। - The educated people are seeing jobs.
(27) তিনি এই মুহূর্তে আমার মায়ের সাথে কথা বলছেন। - He's talking to my mom right now.
(28) তারা আজ রাতে একটি পার্টিতে যোগ দিতে যাচ্ছেন। - They are going to attend a party tonight.
(29) আমি এখন আমার প্রতিবেশীর পুলে সাঁতার কাটছি। - I'm swimming in my neighbor's pool right now.
Negative Sentence :-
(1) সে ইহা করতেছে না। - He is not doing it.
(2) সে দুধ খায় না। - He is not drinking milk.
(3) আমি ইহা করতেছি না। - I am not doing it.
(4) তারা ইহা করতেছে না।- They are not doing it.
(5) আমি তাকে ডাকতেছি না। - I am not calling him.
(6) সে আমাকে ডাকতেছে না। - He is not calling me.
(7) তুমি/তোমরা ইহা করতেছো না। - You are not doing it.
(8) তুমি/তোমরা তাকে ডাকতেছো না। - You are not calling her/him.
(9) তারা ফুটবল খেলতে যাচ্ছে না। - They are not going to play football.
(10) আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি না। - I’m not going to open a bank account.
Interrogative Sentence : -
(1) সে কি ইহা করতেছে? - Is he doing it?
(2) তারা কি ইহা করতেছে? - Are they doing it?
(3) সে কি আমাকে ডাকতেছে? - Is he calling me?
(4) আমি কি তাকে ডাকতেছি? - Am I calling him?
(5) তুমি/তোমরা কি ইহা করতেছো? - Are you not doing it?
(6) তুমি/তোমরা কি তাকে ডাকতেছো? - Are you calling her?
(7) তারা কি ব্যাডমিন্টন খেলছে? - Are they playing badminton?
(8) আপনি কি আজ বিকালে মীটিং এ আসছেন। – Are you coming to the meeting this afternoon?
Keep in
mind-(মনে রেখো ): Present continuous
tense চেনার সহজ উপায় হলো
–বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছ,
তেছে বা তেছেন ইত্যাদি
থাকে । অপর
পক্ষে ইংরেজি বাক্যে am/is/are + base form verb-V1এর সাথে ” ing” যোগ
থাকে ।
যেমন:
For example-(উদাহরণ ) :
খাইতেছি—am + eating (eat+ing)—খাইতেছে—is/are + eating—–খাইতেছ—-are + eating
যাইতেছি—-am + going (go+ing)—-যাইতেছে—is/are + going—–যাইতেছ—–are + going
পড়তেছি—am + reading (read+ing).—-পড়তেছে—-is/are + reading.——পড়তেছ——are + reading
# Present continuous tense-কে affirmative, negative ও interrogative করার পদ্ধতি নিম্নের ছকে দেখানো হলো ।
Affirmative sentence
Negative sentence
Interrogative sentence
Present continuous tense এর sentence structure:
For affirmative: subject + am/is/are + (base form verb-V1 + ing) + object/extension.
For negative: subject + am/is/are + not + (base form verb-V1 + ing ) + object/extension.
Hello! সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা! কেমন আছো ? আশা করি ভালোই আছো। তোমরা আগের পেজে জানতে পারলে Present Tense, Past Tense ও Future Tense কাকে বলে এবং ধরে নিচ্ছি যে ওই Tense-গুলোর প্রকারভেদ সম্পর্কেও তোমরা এতক্ষণে বুঝে গেছো। এসো এবার Present Indefinite Tense এর সম্পর্কে জেনে নেবো এবং সঙ্গে ওই Present Indefinite Tense এর Affirmative, Negative, Interrogative এরও নিয়ম গুলো দেখে নিবো। তাই আর দেরি না করে শুরু করা যাক –
Hello! বন্ধুরা! আশা করি সবাই ভালোই আছো। তোমরা আগের পেজে জানতে পারলে Present Indefinite Tense কাকে বলে জানতে পারলে এবং সঙ্গে ওই Tense -এর আওতায় থাকা বিভিন্ন sentence -এর নিয়মগুলো ধরে নিচ্ছি যে ওই Tense-গুলোর প্রকারভেদ সম্পর্কেও তোমরা এতক্ষণে বুঝে গেছো। এসো এবার Present Indefinite Tense এর সম্পর্কে জেনে নেবো এবং সঙ্গে ওই Present Indefinite Tense এর Affirmative, Negative, Interrogative এরও নিয়ম গুলো দেখে নিবো। তাই আর দেরি না করে শুরু করা যাক –
0 Comments