Breaking

Present Indefinite Tense 1

 

 

Hello! সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা! কেমন আছো ? আশা করি ভালোই আছো তোমরা আগের পেজে জানতে পারলে Present Tense, Past Tense Future Tense কাকে বলে এবং ধরে নিচ্ছি যে ওই Tense-গুলোর প্রকারভেদ সম্পর্কেও তোমরা এতক্ষণে বুঝে গেছো এসো এবার Present Indefinite Tense এর সম্পর্কে জেনে নেবো এবং সঙ্গে ওই Present Indefinite Tense এর Affirmative, Negative, Interrogative এরও নিয়ম গুলো দেখে নিবো তাই আর দেরি না করে শুরু করা যাক

 

প্রশ্নঃ Present Tense কাকে বলে ?

উত্তরঃ যে verb বা ক্রিয়ার কাজ বর্তমান সময়ে সম্পন্ন হয়, তার কালকে Present Tense বা বর্তমান কাল বলে

যেমনঃ I go to school. (আমি স্কুলে যাই)

 

                                                                     -:: Classification of Present Tense ::-

 

প্রশ্নঃ Present Tense কত প্রকার কি কি ?

উত্তরঃ Present Tense 4 প্রকার যথা:-

(a) Present Indefinite Tense. (অনির্দিষ্ট অবস্থার বর্তমান কাল)

(b) Present Continuous or Present Progressive Tense. (চলতি অবস্থার বর্তমান কাল)

(c) Present Perfect Tense. (সম্পন্ন বা শেষ অবস্থার বর্তমান কাল)

(d) Present Perfect Continuous Tense. (পূর্ব থেকে আরম্ভ হয়ে চলতে থাকা অবস্থার বর্তমান কাল)

 

Present Indefinite Tense :-

*এখন আমরা দেখে নেবো Present Indefinite Tense কাকে বলে এবং উদাহরণসহ তার লক্ষণ গঠনের নিয়ম

 

-:: Definition of Present Tense ::-

1. Present Indefinite Tense কাকে বলে ?

উত্তরঃ সাধারণত কোনো কাজ বর্তমানে করা বা সংঘটিত হওয়া অথবা বর্তমান কালে ঘটে যাওয়া নিয়মিত বা অভ্যাসগত কাজ, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য বা সাধারণ ঘটনা বুঝালে তাকে Present Indefinite Tense বা অনির্দিষ্ট বর্তমান কাল বলে অন্যভাবে, যে Tense দ্বারা বর্তমান কালে সম্পন্ন বা হয়ে থাকা কোনো কাজ বোঝায় অথবা কোন কাজ হয় বা হচ্ছে বা হইতেছে এরূপ বোঝাতে Present Indefinite Tense বা Simple Present Tense (অনির্দিষ্ট অবস্থার বর্তমান কাল) ব্যবহৃত হয়

 

বাংলায় চিনার উপায় (লক্ষণ):-

বাংলায় বাক্যের ক্রিয়ার শেষে - , , , , , য় ইত্যাদি থাকে তবে Present Indefinite Tense বা Simple Present Tense ব্যবহৃত হয়

 

Present Indefinite Tense -এর গঠন প্রণালীঃ-

1. বাক্যের প্রথমে বসবে Subject বা কর্তা Subject -টি Noun বা Pronoun হতে পারে

2. এরপর বসবে Verb বা ক্রিয়াপদ

3. শেষে বসবে Object বা কর্মপদ অনেক বাক্যে Object নাও থাকতে পারে

 

 

সূত্রটি হল :– Subject + Main Verb (V1) + Object + Extension

Note: Present Indefinite Tense এর subject যদি 1st person বা 2nd person হয় তাহলে কোন সাহায্যকারী verb (auxiliary verb/helping verb) ছাড়াই শুধু মূল verb এর base form (v1)বসে আর যদি Subject  বা কর্তা যদি 3rd person singular number (he, she, it, বা কোনো একজন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) হয় তবে main verb এর present form (v1) এর সাথে s/es/ies যুক্ত হয়

 

Present Indefinite Tense -এর উদাহরণ:-

1. আমি কাজটি করি – I do the work.

(এখানে [Subject = I, Verb = do, Object = the work ])

2. সে বাড়ি যায় – He goes to home.

(এখানে [Subject = He, Verb = goes, Object = home ] এখানে লক্ষ্য করলে দেখা যাবে Verb -এর সঙ্গে ‘es’ যুক্ত হয়েছে কারন, এখানে Subject-টি 3rd person singular number- আছে)

 

More Examples:-

আমি ভাত খাই – I eat rice.()

আমি স্কুলে যাই – I go to school.()

তুমি স্কুলে যাও – You go to school.()

আমরা স্কুলে যাই – We go to school.()

তোমরা স্কুলে যাও – You go to school.()

তারা ফুটবল খেলে – They play football.()

সে স্কুলে যায় – He / She goes to school.(য়)

তিনি স্কুলে যান – He / She goes to school.(য়)

 

তুমি বই পড় – You read a book.

রাতুল ভাত খায় – Ratul eats rice.

মিনা বই পড়ে – Mina reads a book.

মিনা গান গায় – Mina sings a song.

সে একটি চিঠি লেখে – He writes a letter.

সূর্য পূর্ব দিকে উদিত হয় – The sun rises in the East.

সে প্রতিদিন স্কুলে যায় – He goes to school every day.

মারিয়া প্রতিদিন স্কুলে যায় – Mariya goes to school everyday.

রাতুল বাবু সদা সত্য কথা বলেন – Mr. Ratul always speaks the truth.

জল শূন্য ডিগ্রি সেন্ট্রিগ্রেডে জমাট বাধে – Water freezes at 0° centigrade.

সে প্রতিদিন রাত দশ টায় ঘুমাতে যায় – He goes to bed at ten pm every day.

 

-::Present Indefinite Tense ::-

(Affirmative, Negative, Interrogative)

 

Simple Present Tense or Present Indefinite Tense :-

 

-:: Affirmative Sentence ::-

 

Present Indefinite Tense এর Affirmative Sentence (ইতিবাচক বা হাঁ-জ্ঞাপক বাক্য),

 

Rules = S + V1(s/es/ies) + O

 

Examples :-

1) Ram plays football.

= রাম ফুটবল খেলে           

2) Students go to school.

= ছাত্ররা স্কুলে যায়

3) She likes pizza.

= সে পিজ্জা পছন্দ করে

 

 

-:: Negative Sentence ::-

 

Present Indefinite Tense এর Negative sentence (নেতিবাচক বাক্য)

 

Rules = S + do not /does not / don’t / doesn’t + V1 + O

 

Examples :-

1) Ram does not play football.

= রাম ফুটবল খেলে না

2) Students do not go to school.

= ছাত্ররা স্কুলে যায় না

3) She doesn't like pizzas.

= তিনি পিজা পছন্দ করেন না  

 

 

 

-:: Interrogative Sentence ::-

 

Present Indefinite Tense এর Interrogative or Question Sentence (প্রশ্নমূলক বা প্রশ্নবাচক বাক্য)

 

Rules = Do/Does +  S + V1 + O + Note of interrogation (?)

 

 

Examples :-

1) Does Ram play football?         

= রাম কি ফুটবল খেলে?

2) Do students go to school?

= ছাত্ররা কি স্কুলে যায়?

3) Does she like pizzas?

= সে কি পিজ্জা পছন্দ করে?

 

 

 

 

-:: Negative Interrogative Sentence :-

 

Present Indefinite Tense এর Negative Interrogative Sentence :-

 

 

Rule :- Don't/Doesn't + Subject + Verb + Object + Note of interrogation (?)

 

Examples :-

1) রাম কি ফুটবল খেলে না?              

= Doesn't Ram play football?     

2) ছাত্ররা কি স্কুলে যায় না?

= Don't students go to school?

3) সে কি পিজ্জা পছন্দ করে না?

= Doesn't she like pizzas?

 

 

-:: WH Sentence :-

 

Present Indefinite Tense এর WH Sentence :-

 

Rules :- Wh + do/does + S + V1 +O + Note of interrogation (?)

               

Example :-

1. রাম কেন খেলা করে ?

= Why does Ram play ?

2. সে কোথায় ইংরেজি শেখে?

= Where does he learn english?

3. রাম কখন বাড়ি যায়?

= When does Ram go to home ?

 

 

-:: WH Negative Sentence :-

 

Present Indefinite Tense এর WH Negative Sentence :-

 

Rules :- Wh + do not/does not + S + V1 +O + Note of interrogation (?)

               

Example :-

1. Why does not Ram play ?

= রাম কেন খেলে না?

2. Where does not he learn english?

= কোথায় সে ইংরেজি শেখে না?

3. When doesn't Ram go to home ?

= রাম কখন বাড়িতে যায় না?

 

 

-:: Using ‘Be verb’ (am/is/are) :: -

 

Be Verb Affirmative Sentence :-

 

Rules :- Subject + be verb (am/is/are) + object

 

Note: ['আমি'(I) - এর সাথে 'am' ব্যবহৃত হয় 'is' ব্যবহার করা হয় 'he/she/it' এর সাথে বা বিশেষ্যের একবচন রূপ (the singular form of nouns) -এর সাথে 'are' ব্যবহার করা হয় 'আমরা/তুমি/তারা' বা বিশেষ্যের বহুবচন রূপের সাথে(the plural form of nouns.)]

 

Example:-

1) Ram is a player.           

= রাম একজন খেলোয়াড় 

2) I am an intelligent boy.

= আমি একজন বুদ্ধিমান ছেলে

3) They are my friends.

= তারা আমার বন্ধু

 

 

Be Verb Negative Sentence:-

 

Subject + am not/is not/are not + object

 

Example:-

1) Ram is not a player.   

= রাম একজন খেলোয়াড় নয়

2) It is not her book.

= এটা তার বই নয়

3) They are not my friends.

= তারা আমার বন্ধু নয়

 

 

Be Verb Interrogative Sentence: -

 

Am/Is/Are + subject + object + Note of Interrogation (?)

 

Example:

1) Is he angry?

= সে কি রাগী ?

2) is Ram a player ?

= রাম কি একজন খেলোয়াড়?

3) Are they my friends ?

= তারা কি আমার বন্ধু?

 

 

 

 

-: The End :-

 

 

 

 

 

(একটু খেয়াল করো বাক্যটি যদি Interrogative হয় তাহলে বাক্যের শুরুতে do/does বসে শুধু 3rd person singular এর ক্ষেত্রে does বসে আর সকল ক্ষেত্রে do বসে যেমন: Does Mahfuz sing a song? এখানে খেয়াল করো, যখন প্রশ্নবোধক বাক্যে শুরুতে do/does বসেছে তখন আর verb এর সাথে s/es যুক্ত হয়নি Interrogative বাক্যে verb-এর base form লিখতে হয়।)

                                                                         

 

 

 

Using ‘Be verb’ (am/is/are):

Be Verb Affirmative Sentence

Subject + be verb (am/is/are) + object

 

Note: ‘am’ is used with the subject ‘I’. ‘is’ is used with the subject ‘he/she/it or the singular form of nouns. ‘are’ is used with the ‘we/you/they or the plural form of nouns.

 

Example:

 

1) Ram is a player.                                     

= রাম একজন খেলোয়াড়                           

2) I am an intelligent boy.

= আমি একজন বুদ্ধিমান ছেলে

3) They are my friends.

= তারা আমার বন্ধু

 

I am a musician.

It is my pen

You are a fraud.

 

Be Verb Negative Sentence:

 

Subject + am not/is not/are not + object

 

Example:

 

Positive: I am a good boy.

Negative: I am not a good boy.

Positive: It is her book.

Negative: It is not her book.

 

Positive: You are my friend.

Negative: You are not my friend.

 

Be Verb Interrogative Sentence:

 

Am/is/are + subject + object + Note of Interrogation (?)

 

Example:

Positive: I am an intelligent boy.

Interrogative: Am I an intelligent boy?

Positive: He is angry.

Interrogative: Is he angry?

Positive: They are my friends.

Interrogative: Are they my friends?

 

 

 

 

Post a Comment

0 Comments