Breaking

ANM - GNM - 01

ANM-GNM

 

PHYSICAL SCIENCE

 

Hello! আমার সুপ্রিয় পাঠক, বন্ধু এবং ছাত্রছাত্রী 

        আজকে আমি তোমাদের জন্য  West Bengal Joint Entrance Examinations Board(WBJEEB) এর ANM-GNM পরীক্ষার জন্য PHYSICAL SCIENCE থেকে কিছু Multiple Choice Questions নিয়ে এসেছি আশা করি তোমাদের পরীক্ষার জন্য এটি কাজে লাগবে তাই এটি আজ তোমাদের সকলের সাথে শেয়ার করলাম তাই আর সময় নষ্ট না করে আজকের এই PHYSICAL SCIENCE এর প্রশ্নগুলো পড়ে দেখো

 

Multiple Choice Questions

 

West Bengal Joint Entrance Examinations Board(WBJEEB)

 

CATEGORY-1

 

 

 

ANM-GNM

Mock Test

Set-10

Marks: 115

Time: 1hr. 30 mins.

 

Hello! আমার সুপ্রিয় পাঠক, বন্ধু এবং ছাত্রছাত্রী 

        আজকে আমি তোমাদের জন্য  West Bengal Joint Entrance Examinations Board(WBJEEB) এর ANM-GNM পরীক্ষার জন্য PHYSICAL SCIENCE থেকে কিছু Multiple Choice Questions নিয়ে এসেছি আশা করি তোমাদের পরীক্ষার জন্য এটি কাজে লাগবে তাই এটি আজ তোমাদের সকলের সাথে শেয়ার করলাম তাই আর সময় নষ্ট না করে আজকের এই PHYSICAL SCIENCE এর প্রশ্নগুলো পড়ে দেখো

 

 

 

(Each question carries 1 marks)

(No negative mark)

 

PHYSICAL SCIENCE

CATEGORY-1

(একটি মাত্র সঠিক উত্তরধর্মী প্রশ্ন)

(Each question carries 1 mark) (Negative mark: -1)

 

1. STP তে 11.2L কোনো গ্যাসের ওজন 14g গ্যাসটির আণবিক সংকেত -

a. CO *
b. SO 2
c. NH 3
d. H 2

উত্তর:-

 

2. বলয় পরীক্ষায় যে যৌগটি উৎপন্ন হয় সেটি হল -

a. [Fe(H2O)5(NO2)]SO4

b. [Fe(H2O)5(NO)(SO4)]

c. [Fe(H2O)NO] (SO4)2

d. [Fe(H2O)5NO]SO4   *

উত্তর:-

 

3. কোনো ব্যক্তি যখন অনুভূমিক তলে হাঁটে তখন ব্যক্তিটি অনুভূমিক তলে বল প্রয়োগ করে -

a. লম্বভাবে

b. তির্যক ভাবে   *

c. অনুভূমিকভাবে

d. সমান্তরাল ভাবে

 

4. ক্ষমতার মাত্রা হল -

a. [ML2T-2]

b. [M2L2T-2]

c. [ML2T-3] *

d. [MT-3]

 

5. বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতিতে লাইভ তারের রং হয় -

a. লাল

b. নীল

c. সবুজ

d. বাদামি *

 

6. তড়িৎ বিভবের CGS একক হল -

a. ভোল্ট

b. কুলম্ব

c. জুল

d. esu *

 

7. একটি প্রোটনের চার্জ -

a. 1.6 × 10-19C  *

b. 4.8 x 10-19C

c. 1.675 × 1019C

d. 1.022 x 10-23C

 

. কার্বন হাইড্রোজেনের ত্রিবন্ধন যুক্ত যৌগটি হল -

a. CH4

b. C2H4

c. C2H6

d. C2H2  *

 

9. 1 N = ____ডাইন        

a. 103

b. 104

c. 105  *

d. 106

 

10. একাধিক কম্পাঙ্কযুক্ত শব্দকে বলা হয় -

a. সুর

b. স্বর *

c. স্বনক

d. কোনোটিই নয়

                                           

11. TNT প্রস্তুত করতে ব্যবহৃত হয় -

a. H₂SO₂4

b. HCI H₂SO

C. HNO3 *

d. H3PO4

 

12. পেট্রোলিয়ামের আংশিক পাতনে পাতিতরূপে ডিজেল সংগ্রহ করা হয় কোন তাপমাত্রায় ?

a. 70°C

b. 170°C

c. 370°C

d. 270°C *

 

13. জলের কত গভীরতায় চাপ দুই বায়ুমণ্ডলীয় চাপের সমান হবে ? বায়ুমণ্ডলের চাপ - 76 cm পারদস্তম্ভের চাপ -

a. 10.34 mtr. *

b. 8.34 mtr.

c. 3.40 mtr.

d. 11.28 mtr.

 

14. চাঁদ থেকে শব্দ পৃথিবীতে আসতে সময় লাগে -

a. 5 sec

b. O sec

c. 12 sec

d. শব্দ আসবে না *

 

15. একটি ধ্রুবীয় দ্রাবক হল -

a. জল *

b. বেঞ্জিন

c. কেরোসিন

d. অ্যালকোহল

 

16. ইউরিয়া প্রস্তুত করতে ব্যবহৃত হয় -

a. HCl

b. H2SO4

c. NH3  *

d. HNO3

 

17. ফিউজ তার তৈরিতে ব্যবহৃত হয় -

a. তামা সীসা

b. রুপা সোনা

c. তামা রূপা

d. টিন সীসা *

 

18. 25°C উষ্ণতার মান কেলভিন স্কেলে হবে -

a. 273

b. 398

c. 298 *

d. 300

 

19. সার্বজনীন অভিকর্ষজ ধ্রুবক G-এর মান -

a. 6.67 × 10-12

b. 6.67 × 10-10

c. 6.67 × 10-11  *

d. কোনোটিই নয়

                             

20. রূপা হল _____ এর সর্বোৎকৃষ্ট বাহক

a. শব্দের

b. তাপের

c. খনিজের

d. তড়িতের *

 

21. কোন্টি তেজস্ক্রিয় আইসোটোপ ?

a.   1 2 H
b.   6 14 C   *
c.   8 16 O
d.   17 35 Cl

 

22. কার্য তাপের সম্পর্কটি হল

a. W = Q

b. W ∝ Q2

c. W = JQ *

d. Q = JW

 

23. একটি মোটরবাইকের ভর 100 kg, যদি 70N বল উৎপন্ন করে, তবে ওই বাইকের ত্বরণ হবে

a. 0.1 ms-2

b. 0.5 ms-2

c. 0.7 ms-2  *

d. 0.2 ms-2

 

 

24. ক্যালশিয়ামের নিকটতম নিস্ক্রিয় গ্যাস হল -

a. ক্রিপ্টন  *

b. নিয়ন

c. আর্গন

d. জেনন

 

25. দুধ কি ধরনের পদার্থ ?

(a) ইমালসন *

(b) কোলয়ডীয় প্রবণ

(c) প্রলম্বন

(d) প্ৰকৃত প্রবণ

 

 

 

 ................................................

 


Post a Comment

0 Comments