Breaking

General Knowledge Questions - GK - 3

 

Hello! আমার সুপ্রিয় পাঠক, বন্ধু এবং ছাত্রছাত্রী। 

        আজকে আমি তোমাদের জন্য দেশ বিদেশের জানা ও অজানা কিছু প্রশ্ন না সাধারণ জ্ঞানের তথ্য নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তাই এটি আজ তোমাদের সকলের সাথে শেয়ার করলাম তাই আর সময় নষ্ট না করে আজকের এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো পড়ে দেখো।

 

-: General Knowledge Questions :-


 

General Knowledge Questions

 

সাধারণ জ্ঞানের প্রশ্ন

 

 

 

 

১) আমরা কোন গ্রহে বাস করি?

উত্তর:- পৃথিবী।

 

২) সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ কোনটি?

উত্তর:- বৃহস্পতি।

 

৩) সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ কোনটি

উত্তর:- বুধ।

 

৪) পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী?

উত্তর:- চাঁদ।

 

৫) বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কী?

উত্তর:- সাহারা মরুভূমি।

 

৬) মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত?

উত্তর:- নেপাল।

 

 

৭) কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়?

উত্তর:- জাপান।

 

৮) ভারতের গোলাপী শহর কোন শহরকে বলা হয়?

উত্তর:- জয়পুর।

 

৯) ভারতের বৃহত্তম নদীর নাম কী?

উত্তর:- গঙ্গা।

 

১০) মানুষের রক্ত চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?

উত্তর:- স্ফিগমোম্যানোমিটার।

 

১১) মানুষের শরীরের উষ্ণতা মাপার যন্ত্রের নাম কী?

উত্তর:- থার্মোমিটার।

 

১২) হৃৎ যন্ত্রের গতি বিধি মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?

উত্তর:- স্টেথোস্কোপ।

 

১৩) ইংরাজি বর্ণমালায় কয়টি বর্ণমালা আছে?

উত্তর:- ২৬ টি।

 

১৪) ইংরাজি বর্ণমালায় কয়টি স্বরবর্ণ আছে?

উত্তর:- ৫টি। (A,E,I,O,U)

 

১৫) ইংরাজি বর্ণমালায় কয়টি ব্যঞ্জনবর্ণ আছে?

উত্তর:- ২১ টি।

 

১৬) ভারতের জাতীয় সঙ্গীত কী?

উত্তর:- জনগণমন-অধিনায়ক জয় হে।

 

১৭) ভারতের জাতীয় ফুলের নাম বলো?

উত্তর:- পদ্ম ফুল।

 

১৮) ভারতের জাতীয় ফলের নাম কী?

উত্তর:- আম।

 

১৯) ভারতের জাতীয় খেলার নাম কী?

উত্তর:- হকি।

 

২০) ভারতের জাতীয় গাছের নাম কী?

উত্তর:- বট গাছ।

 

 

 

 

 

-: সমাপ্ত :-

 

 

Post a Comment

0 Comments