Hello! আমার সুপ্রিয় পাঠক,
বন্ধু এবং ছাত্রছাত্রী।
আজকে আমি তোমাদের জন্য দেশ বিদেশের জানা ও
অজানা কিছু প্রশ্ন না সাধারণ জ্ঞানের তথ্য নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে।
তাই এটি আজ তোমাদের সকলের সাথে শেয়ার করলাম তাই আর সময় নষ্ট না করে আজকের এই সাধারণ
জ্ঞানের প্রশ্নগুলো পড়ে দেখো।
-: General
Knowledge Questions :-
General
Knowledge Questions
সাধারণ জ্ঞানের
প্রশ্ন
General Knowledge
Questions
সাধারণ জ্ঞানের প্রশ্ন
১) ভারতের রাজধানী কী?
উত্তর:- নতুন দিল্লী।
২) ভারতের জাতীয় সাপ কোনটি?
উত্তর:- কিং কোবরা।
৩) পৃথিবীতে মোট কয়টি মহাদেশ
আছে?
উত্তর:- সাতটি।
৪) পৃথিবীর বৃহত্তম মহাদেশ
কোনটি?
উত্তর:- এশিয়া মহাদেশ।
৫) রামধনু-তে কয়টি রং থাকে?
উত্তর:- সাতটি।
৬) বছরের সব থেকে ছোটো মাস
কোনটি?
উত্তর:- ফেব্রুয়ারি (২৮
দিন)।
৭) কোন রং শান্তির প্রতীক?
উত্তর:- সাদা।
৮) সব থেকে বড় পাখির নাম
কী?
উত্তর:- উটপাখি
৯) মানুষের রক্ত চাপ মাপার
জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তর:- স্ফিগমোম্যানোমিটার।
১০) কোন রং আলো শোষণ করতে
পারে?
উত্তর:- কালো।
১১) কোন রং আলোর প্রতিফলন
ঘটায়?
উত্তর:- সাদা।
১২) সূর্য কোন দিকে ওঠে?
উত্তর:- পূর্ব আকাশে।
১৩) সূর্য কোন দিকে অস্ত
যায়?
উত্তর:- পশ্চিমে আকাশে।
১৪) একটি ত্রিভূজের কয়টি
বহু ও কোন থাকে?
উত্তর:- ৩ টি করে।
১৫) একটি চতুর ভূজের কয়টি
বহু ও কোন থাকে?
উত্তর:- ৪ টি করে।
১৬) চাঁদে পদচারণকারি প্রথম
ব্যক্তি কে ছিলেন?
উত্তর:- নীল আর্মস্ট্রং।
১৭) চাঁদে পদচরণকারি প্রথম
মহিলা কে ছিলেন?
উত্তর:- ভ্যালেন্তিনা তেরেসকোভা।
১৮) প্রথম ভারতীয় চাঁদে
পদচারণকারী ব্যাক্তির নাম কী?
উত্তর:- রাকেশ সর্মা ।
১৯) বিশ্বের সবচেয়ে বৃহত্তম
জঙ্গলের নাম কী?
উত্তর:- আমাজন রেন ফরেস্ট।
২০) কোন উৎসবকে রঙের উৎসব
বলা হয়
উত্তর:- হোলি বা দোল উৎসব
কে রঙের উৎসব বলা হয়।
-: সমাপ্ত :-
0 Comments