Hello! আমার সুপ্রিয় পাঠক,
বন্ধু এবং ছাত্রছাত্রী।
আজকে আমি তোমাদের জন্য দেশ বিদেশের জানা ও
অজানা কিছু প্রশ্ন না সাধারণ জ্ঞানের তথ্য নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে।
তাই এটি আজ তোমাদের সকলের সাথে শেয়ার করলাম তাই আর সময় নষ্ট না করে আজকের এই সাধারণ
জ্ঞানের প্রশ্নগুলো পড়ে দেখো।
-: General
Knowledge Questions :-
General
Knowledge Questions
সাধারণ জ্ঞানের
প্রশ্ন
১) আমাদের রাজ্যের নাম কী?
উত্তর:- পশ্চিমবাংলা
২) আমাদের দেশের বর্তমান
প্রধান মন্ত্রীর নাম কী?
উত্তর:- নরেন্দ্র দামোদর
দাস মোদী
৩) ভারতের বর্তমান রাষ্ট্রপতির
নাম কী?
উত্তর:- রাম নাথ কভিন্দ
৪) স্বাধীন ভারতের প্রথম
প্রধান মন্ত্রীর নাম কী?
উত্তর:- জওহরলাল নেহরু
৫) ভারতের প্রথম নাগরিক
কে?
উত্তর:- ভারত রাষ্ট্রপতি
৬) ভারতের জাতীয় পাখির
নাম কী?
উত্তর:- ময়ূর
৭) ভারতের জাতীয় পশুর নাম
কী?
উত্তর:- বাঘ
সব থেকে বড় পাখির নাম কী?
উত্তর:- উটপাখি
8) সব থেকে ছোট পাখির নাম
কী?
উত্তর:- বি হামিংবার্ড
৯) কোন পাখিকে দর্জি পাখি
বলা হয়?
উত্তর:- টুনটুনি পাখি
১০) কোন পাখিকে পুলিশ পাখি
বলে?
উত্তর:- দোয়েল পাখি
১১) নিশাচর পাখি কাকে বলা
হয়?
উত্তর:- প্যাঁচা
১২) ভারতের প্রধান খাদ্য
কী?
উত্তর:- মাছ আর ভাত
১৩) এক সপ্তাহে কতদিন হয়?
উত্তর:- সাত দিন
১৪) এক দিনে কত ঘণ্টা হয়?
উত্তর:- ২৪ ঘণ্টা
১৫) এক বছরে কত দিন হয়?
উত্তর:- ৩৬৫ দিন
১৬) এক ঘণ্টায় কত মিনিট
হয়?
উত্তর:- ৬০ মিনিট
১৭) এক মিনিটে কত সেকেন্ড
হয়?
উত্তর:- 60 সেকেন্ড
১৮) এক মাস কত সপ্তায় হয়?
উত্তর:- ৪ সপ্তায়
১৯) এক বছর সমান কত সপ্তা?
উত্তর:- ৫২ সপ্তাহ
২০) কত মাসে এক বছর?
উত্তর:- ১২ মাসে
-: সমাপ্ত :-
0 Comments