Breaking

Present Perfect Tense - 1

Hello! বন্ধুরা! আর সব ভালো তো ? এর আগে তোমরা জানতে পারলে Present Continuous Tense কাকে বলে এবং সঙ্গে ওই Tense -এর আওতায় থাকা বিভিন্ন Sentence -এর নিয়মগুলোও জানতে পারলে এসো এবার Present Perfect Tense এর সম্পর্কে জেনে নেবো এবং সঙ্গে Present Perfect Tense এর Affirmative, Negative, Interrogative সহ এর অন্যান্য নিয়ম গুলো দেখে নিবো তাই আর দেরি না করে, শুরু করা যাক

 

Present Perfect Tense :-

*এখন আমরা দেখে নেবো Present Perfect Tense কাকে বলে এবং উদাহরণসহ তার লক্ষণ গঠনের নিয়ম

 

-:: Definition of Present Perfec Tense ::-

 

 

1. Present Perfect Tense কাকে বলে ?

উত্তরঃ বর্তমান কালের কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিংবা কাজটি আগে শেষ হয়েও তবে তার ফলাফল এখনও বর্তমান থাকলে তাকে Present Perfect Tense বলে অথবা এইভাবেও বলা যেতে পারে, কোন কাজ এইমাত্র শেষ হয়েছে অথবা এইমাত্র কোন কাজ শেষ হলো কিংবা কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার রেশ এখনও বর্তমানে আছে, এমন অর্থ প্রকাশ পেলে তাকে Present Perfect Tense বলে আবার এইভাবেও বলা যেতে পারে, কিছু সময় আগে কোন কাজ শেষ হয়েছে অথবা ইতিমধ্যেই অতীতে সম্পন্ন/সম্পূর্ণ হওয়া কাজ, অর্থাৎ সবেমাত্র সমাপ্ত/সম্পূর্ণ হওয়া কাজকেই  Present Perfect Tense বলে

 

এক কথায়, কিছু সময় আগে কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফলাফল এখনও বর্তমানে আছে, বা অতীতে শুরু হওয়া এবং বর্তমান সময়ে চলতে থাকা কোনো কিছুর জন্য ব্যবহৃত কালকেই Present Perfect Tense বলা হয়

 

 

বাংলায় চেনার উপায় (লক্ষণ):-

বাংলায় বাক্যের ক্রিয়াপদের বা Verb এর শেষে- য়াছ, য়াছে, য়াছি, য়াছেন, য়েছ, ইয়াছো, ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাইনি, খাই নাই, বোঝালেও Present Perfect Tense হয়।

 

 

Present Perfect Tense -এর গঠন প্রণালীঃ-

1. বাক্যের প্রথমে বসবে Subject বা কর্তা Subject -টি Noun বা Pronoun হতে পারে

2. এর পর বসবে Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়াপদ (has/have)-এর যে কোন একটি

3. তারপর বসবে Principal Verb বা প্রধান ক্রিয়া পদের Past Participle Form (অর্থাৎ V3) 

4. শেষে বসবে Object বা কর্মপদ সাথে Extension. কিছু বাক্যে Object নাও থাকতে পারে

 

সূত্রটি হল :– Subject + has/have + Verb এর Past Participle Form (V3) + Object + Extension

 

Note:  Present Perfect Tense এর ক্ষেত্রে -

1. কর্তা বা Subject টি যদি Third Person Singular Number (he, she, it বা কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর একক নাম) হয় তা হলে Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া ‘has’ বসবে

2.  I, we, you, they এবং অন্যসব plural subject এর শেষে have বসবে

 

Present Perfect Tense -এর উদাহরণ:-

1. I have done the work.(আমি কাজটি করেছি)

[এখানে Subject = I, Auxiliary Verb = have, Principal Verb/ Main Verb -এর Past Participle Form (V3) = done, Object = work]

2. He has gone to school.( সে স্কুলে গিয়েছে)

[এখানে Subject = He, Auxiliary Verb = has, Principal Verb/ Main Verb -এর Past Participle Form (V3) = gone, Object = school]

 

 

More Examples:-

 

1. আমি ভাত খাইয়াছি/খেয়েছি – I have eaten rice.

2. আমি স্কুলে গিয়েছি – I have gone to school.

3. সে স্কুলে গিয়েছে – He has gone to school.

4. আমি ভাত খাইনি – I have not eaten rice.

5. তারা/তাহারা কাজটি করিয়াছে – They have done the work.

6. সে ঘণ্টার পর ঘণ্টা পড়েছে – He/she has studied for hours.

7. তারা এইমাত্র ফুটবল খেলিয়াছে – They have just played football.

8. আমি কাজটি করেছি – I have done the work.

9. আমরা কাজটি করেছি  – We have done the work.

10. তুমি কাজটি করেছ  – You have done the work.

11. তোমরা কাজটি করেছ  – You have done the work.

11. সে কাজটি করেছে – He has done the work.

12. তিনি কাজটি করেছেন – He has done the work.

13. তারা কাজটি করেছে   They have done the work.

14. সে এইমাত্র অফিস থেকে এসেছে – He has came from office just now

15.সে এইমাত্র কলকাতা থেকে এসেছেHe has just arrived from Kolkata.

16. রাম একটি ছবি এঁকেছে – Ram has drawn a picture

17.সে কলকাতা গিয়েছে – He has gone to Kolkata.

18.আমরা আমাদের বল পেয়েছি – We have got our ball.

19. সে এইমাত্র ফুটবল খেলিয়াছে – He has just played football.

 

 

(a)  আমি কাজটি করেছি (রেছি)– I have done the work.

(b)  আমরা কাজটি করেছি (রেছি)– We have done the work.

(c) তুমি কাজটি করেছ (রেছ)– You have done the work.

(d)   তোমরা কাজটি করেছ (রেছ)– You have done the work.

(e) সে কাজটি করেছে (রেছে)– He has done the work.

(f) সে কাজটি করেছে (রেছে)– He has done the work.

(g) তিনি কাজটি করেছেন। ( রেছেন)– He has done the work.

(h) তারা কাজটি করেছে (রেছে)– They have done the work.

 

    

 

 

-::Present Perfect Tense ::-

(Affirmative, Negative, Interrogative)

 

Present Perfect Tense:-

 

-:: Affirmative Sentence ::-

 

Present Perfect Tense এর Affirmative sentence (ইতিবাচক বা হাঁ-জ্ঞাপক বাক্য),

 

Rules = S + has/have+ V3+ O + Ext.

 

Examples :-

1) Ram has played football.

= রাম ফুটবল খেলেছে      

2) Students have gone to school.

= ছাত্ররা স্কুলে গেছে

 

 

-:: Negative Sentence ::-

 

Present Perfect Tense এর Negative sentence (নেতিবাচক বাক্য)

 

Rules = S + has/have + not + V3+ O + Ext.

 

Examples :-

1) Ram has not played football.

= রাম ফুটবল খেলেনি

2) Students have not gone to school.

= ছাত্ররা স্কুলে যায়নি

 

 

-:: Interrogative Sentence ::-

 

Present Perfect Tense এর Interrogative or Question Sentence (প্রশ্নমূলক বা প্রশ্নবাচক বাক্য)

 

Rules = Has/Have +  S + V3 + O + Ext. + Note of interrogation (?)

 

Examples :-

1) Has Ram played football ?      

= রাম কি ফুটবল খেলেছেন?

2) Have students gone to school ?

= ছাত্ররা কি স্কুলে গেছে?

 

 

 

-:: Negative Interrogative Sentence :-

 

Present Perfect Tense এর Negative Interrogative Sentence :-

 

Rule :- Has / Have + not + S + V3 + O + Ext. + Note of interrogation (?)

 

Examples :-

1) Has not Ram played football?

= রাম ফুটবল খেলেনি?

2) Haven't students gone to school ?

= ছাত্ররা স্কুলে যায় নি?

 

-: The End :-

 

 

 


Post a Comment

0 Comments