Breaking

"আমার বাড়ি" - জসীমউদ্দীন

 Hello!

আমার সুপ্রিয় পাঠক, বন্ধু এবং ছাত্রছাত্রী,  

        আজকে আমি তোমাদের জন্য বাংলা ছোটো কবিতা থেকে খুবই সুন্দর ও অসাধারণ একটি কবিতা নিয়ে উপস্থিত হয়েছি যা আমাদের প্রতিবেশী বাংলাদেশ ও আমাদের পশ্চিমবঙ্গেরও প্রখ্যাত কবি জসীমউদ্দীনের লেখা অনন্যসাধারণ কবিতা নাম " আমার বাড়ি "। আশা করি তোমাদের ভালো লাগবে, তাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। 



Bengali short poems | বাংলা ছোটো কবিতা 



"আমার বাড়ি"

- জসীমউদ্দীন    


আমার বাড়ি যাইও ভোমর,

বসতে দেব পিঁড়ে।

জলপান যে করতে দেব,

শালি ধানের চিঁড়ে।।


শালি ধানের চিঁড়ে দেব,

বিন্নি ধানের খই।

বাড়ির গাছের কবরী কলা,

গামছা-বাঁধা দই।।


আম-কাঁঠালের বনের ধারে,

শুয়ো আঁচল পাতি।

গাছের শাখা দুলিয়ে বাতাস,

করব সারা রাতি।।


চাঁদমুখে তোর চাঁদের চুমো,

মাখিয়ে দেব সুখে।

তারা ফুলের মালা গাঁথি,

জড়িয়ে দেব বুকে।।


গাই দোহনের শব্দ শুনি,

জেগো সকাল বেলা।

সারাটা দিন তোমায় লয়ে,

করব আমি খেলা।।


আমার বাড়ি ডালিম গাছে,

ডালিম ফুলের হাসি।

কাজলা দীঘির কাজল জলে,

হাঁসগুলি যায় ভাসি।।


আমার বাড়ি যাইও ভোমর,

এই বরাবর পথ।

মৌরী ফুলের গন্ধ শুঁকে,

থামিও তব রথ।।



সমাপ্ত 



- ধন্যবাদ


Bengali Short Kobita


Amar Bari | আমার বাড়ি