● মকটেস্টগুলি সম্পূর্ণভাবে বাছাই করা প্রশ্নের উপর সাজানো হয়েছে । যেগুলি অনুশীলন করলে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
Note: Mocktests are arranged entirely on selected questions. Practicing these will greatly increase the chances of getting common in the test.
একাদশ শ্রেণী , পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
বিষয় - বাংলা
অধ্যায় - গল্প (কর্তার ভূত )
1 ➤ 1. তুমি গেলে আমাদের কী দশা হবে। - বক্তা হলেন -
ⓐ দেশসুদ্ধ সবাই
2 ➤ 2. শুনে তারও মনে দুঃখ হল। - যার কথা বলা হয়েছে সে হল -
ⓒ দেবতা
3 ➤ 3. কারো মনে দ্বিধা জন্মাত না যা নিয়ে, তা হল -
ⓑ ভূতশাসনতন্ত্র
4 ➤ 4. জেলখানার ঘানি থেকে বেরিয়ে যায় -
ⓓ মানুষের তেজ
5 ➤ 5. অন্য্ দেশের মানুষেরা ভয়ংকর ভাবে -
ⓐ সজাগ
6 ➤ 6. ভূতুড়ে জেলখানার দারোগা ছিল -
ⓒ ভূতের নায়েব
7 ➤ 7. মানুষ ঠান্ডা হয়ে গেলে ভূতের রাজত্বে থাকে -
ⓑ শান্তি
8 ➤ 8. ভূতশাসনতন্ত্রে মানুষের ভবিষ্যৎটা বাঁধা থাকে -
ⓓ পোষা ভেড়ার মতো
9 ➤ 9. মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। বক্তা হলেন -
ⓑ দেবতা
10➤ 10. কর্তার ভূত গল্পে অদৃষ্টের চালে চলা বলতে লেখক কী বুঝিয়েছেন ? -
ⓓ অন্ধসংস্কারে চলা